পাকিস্তানের জলসীমায় ভারতের একটি সাবমেরিন (ডুবোজাহাজ) অনুপ্রবেশের চেষ্টা ঠেকানোর দাবি করছে পাকিস্তান।
পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের তথ্যের বরাত দিয়ে দেশটির ডন টিভি নিউজে এ খবর প্রকাশ করা হয়েছে।
পাকিস্তানি নৌবাহিনীর ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি নৌবাহিনী তাদের বিশেষ দক্ষতা কাজে লাগিয়ে সাবমেরিনটিকে পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশ ঠেকিয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানি নৌবাহিনী ভারতীয় সাবমেরিনকে ঠেকাল। এর আগে ২০১৬ সালেও এমনটা হয়েছিল।
মুখপাত্র বলেন, এটা ছিল দক্ষতায় পাকিস্তানি নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। পাকিস্তানের জলসীমান্তকে রক্ষায় কাজ করে যাবে নৌবাহিনী। যেকোনো ধরনের আগ্রাসন ঠেকানোর সামর্থ্য এই নৌবাহিনীর রয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকারের শান্তি উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীর টার্গেট ছিল না। এ ঘটনা থেকে ভারতেরও শান্তি প্রতিষ্ঠায় কাজ করা উচিত বলে মনে করে তারা।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহত হন।
এ ঘটনার জেরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়।
গত মঙ্গলবার ভোরে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত।
এর পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা ও গুলিবিনিময় হয়।
আকাশযুদ্ধে ভারতের দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এছাড়া পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হন ভারতীয় পাইলট অভিনন্দন।
পরে ‘শান্তিবার্তা’ হিসেবে অভিনন্দনকে ১ মার্চ ভারতে ফেরত পাঠায় পাকিস্তান।
টাইমস/জেডটি