নেপালে ভূমিধসে ১৭ জনের মৃত্যু, নিখোঁজ ১০

গত কয়েকদিনের তুমুল বর্ষণ ও তার ফলে সৃষ্ট ভূমিধসে নেপালে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন আরও ১০ জন। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে ১১ জনকে।

চীনের তিব্বত-নেপাল সীমান্তঘেঁষা সুদূরপশ্চিম প্রদেশের আচ্ছাম জেলায় শনিবার ঘটেছে এ ঘটনা।

রয়টার্স ও ভারতের বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ইতোমধ্যেই আচ্ছাম জেলার অধিকাংশ এলাকায় বন্যা শুরু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে আচ্ছামের দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার।

ভূমিধস উপদ্রুত এলাকায় উদ্ধার অভিযান চলছে বলে পিটিআইকে নিশ্চিত করেছেন আচ্ছাম জেলা প্রশাসনের শীর্ষ নির্বাহী কর্মকর্তা দীপেশ রিজাল। এছাড়া আহতদের পার্শ্ববর্তী সুরখেত জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Share this news on: