ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই ইঞ্জিনের ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে মরদেহগুলো উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার বিকালে বিমানটি ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লেকে বিধ্বস্ত হয়। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

ওয়াশিংটন পোস্ট জানায়, ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লেক ওক্কিচব্বিতে সৈকত থেকে ৪০০ মিটার দূরে দুই ইঞ্জিনের ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়। এতে প্লেনের ৫ আরোহীর সবাই নিহত হন।

পাম বিচ কাউন্টি শেরিফ অফিস থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে।

দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি দক্ষিণাঞ্চলীয় পাহোকিতে যাচ্ছিল।

এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে এফএএ।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ