পুরস্কার নিতে এসে প্রধানমন্ত্রীকেই উল্টো পুরস্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিতে এসে উল্টো তাকেই পুরস্কৃত করে গেল টাঙ্গাইল সদরের জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী পিয়াসা সরকার।

ঘটনাটি বুধবারের। প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষায় অবদান রাখার জন্য ১০৮ জনকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। পুরস্কার প্রাপ্তদের একজন ছিলেন পিয়াসা সরকার।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বুধবার তার ফেসবুকে একটি পোস্টে লিখেন, ছোট্ট পিয়াসার ছবি আঁকার হাত খুবই ভালো। ছবি আঁকাতে জাতীয় পর্যায়ের পুরস্কারও পেয়েছে সে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বপ্নের মানুষ। গত আড়াই মাস চেষ্টা করে পিয়াসা বঙ্গবন্ধু কন্যার একটি পোট্রেট আঁকেন। তার মা তাপসী রানী সরকার জানান, মেয়েটা অনেক পরিশ্রম করেছে। মুখ মিলে তো চোখ মিলে না, চুল মিলে তো ভ্রু মিলে না। অবশেষে আড়াই মাস ধরে চেষ্টার পর বঙ্গবন্ধু কন্যার ছবি নিয়ে পিয়াসার সন্তুষ্টি আসে। উদ্দেশ্য একটাই, যেকোনো ভাবেই হোক এই ছবিটি সে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবে। তার সেই স্বপ্ন আজ সফল হয়েছে।

খোকন জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে যোগ দিতে ছবিটি নিয়ে তিনদিন আগে তারা ঢাকায় আসে। শিক্ষায় অবদান রাখার জন্য মোট ১০৮ জনকে এই অনুষ্ঠানে পুরস্কার দেয়া হয়। পিয়াসা সেই ভাগ্যবানদের মধ্যে একজন। গত দু’দিন তারা অনেক চেষ্টা করেও ছবিটি প্রধানমন্ত্রীকে দেয়ার কোনো সুযোগ খুঁজে পায়নি। নিরাপত্তা বিভাগ থেকেও বলে দেয়া হয়েছে অতিরিক্ত কোনো কিছু সঙ্গে নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না। পুরোপুরি হতাশ হয়েই আজ মা’কে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে আসে পিয়াসা। কাগজে মোড়ানো ছবিটি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন বাবা শংকর চন্দ্র সরকার। মা-মেয়ে অনুষ্ঠানস্থল থেকে বের হলেই তারা ছবিটি সঙ্গে করে নিয়েই টাঙ্গাইল চলে যাবেন।

কিন্তু ১১ বছরের যেই শিশুটির স্বপ্নের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সাহস নিশ্চয়ই কম নয়। যথারীতি নাম ডাকা হলে প্রধানমন্ত্রীর কাছ থেকে গিয়ে পুরস্কার নেয় পিয়াসা সরকার। প্রধানমন্ত্রীর শিশুসুলভ আন্তরিকতায় আরো সাহসী হয়ে উঠেন পিয়াসা। সে বলেই ফেলে ছবিটির কথা এবং কান্না করে দেয়। তাকে যে আনতে দেয়া হয়নি সেটিও বলতে ভুলেনি। সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দেন ছবিটি নিয়ে আসার জন্য। তৎপর হয়ে উঠেন সবাই। পিয়াসার কাছ থেকে তার বাবার ফোন নাম্বার নিয়ে তারা যোগাযোগ করেন। বাইরে ছবি নিয়ে দাঁড়িয়ে থাকা বাবাকে ভেতরে নিয়ে আসেন। অনুষ্ঠানের শেষের দিকে প্রধানমন্ত্রীর কাছে মমতায় আঁকা পোট্রেটটি তুলে দেন পিয়াসা।

খোকন বলেন, বিকালে যখন পিয়াসার বাবা-মায়ের সঙ্গে ফোন কথা হয় ততক্ষণে তারা টাঙ্গাইল চলে গেছেন। তারা জানালেন, স্বপ্ন পূরণের আনন্দ আর খুশিতে তখন কাঁদছিলেন পিয়াসা।

 

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
মালাইকার বিরুদ্ধে অভিযোগ, বিপাকে হানি সিংও! Nov 08, 2025
img
শাকিব খানের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ Nov 08, 2025
img
‘টক্সিক’ নিয়ে নতুন উন্মাদনা ছড়ালেন রুক্মিণী বসন্ত Nov 08, 2025
img
বিচ্ছেদের চার বছর পর নতুন অধ্যায়ে সামান্থা রুথ প্রভু Nov 08, 2025
img
প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দুলকারের ‘কান্তা’ Nov 08, 2025
img
৪ দিনের সফরে ঢাকায় হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম Nov 08, 2025
img
ধূসর পোশাকে নজর কাড়ল ঈশা গুপ্তা Nov 08, 2025
img
সম্পর্ক জামা বদলের মতো নয়: কোয়েল মল্লিক Nov 08, 2025
যে ২টি জিনিস থাকলে আপনি ভালো মুসলিম | ইসলামিক জ্ঞান Nov 08, 2025
‘ঢাকাইয়া দেবদাস’-এ অভিনয় অভিজ্ঞতা শেয়ার করলেন বুবলি Nov 08, 2025
img
২০ মিনিটে তিনবার আঘাত, পান্তকে নিয়ে বিপাকে ভারত Nov 08, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 08, 2025
‘২০২৪ সালেও সিপাহী-জনতার বিপ্লবের পুনরাবৃত্তি হয়েছে’ | Nov 08, 2025
জামায়াত-বিএনপি আবারও আলোচনার টেবিলে? Nov 08, 2025
img
চাকরিজীবীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটি Nov 08, 2025
img
৫৪ বছরে মানুষ বহু ধোকা খেয়েছে, এবার ধোকাবাজকে না বলুন: ডা. শফিকুর রহমান Nov 08, 2025
img
বৈষম্যবিরোধী আইন দেখতে চায় নাগরিক প্ল্যাটফর্ম: ড. দেবপ্রিয় Nov 08, 2025
img
‘কালমেগির’ পর ফিলিপাইনে এবার ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’ Nov 08, 2025
img
আবারও ভেস্তে গেল পাকিস্তান-আফগান শান্তি আলোচনা Nov 08, 2025
img
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আনুশকা শর্মা Nov 08, 2025