গুলিস্তানে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিষ্ফোরণের ঘটনায় আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়াল।

বুধবার (৮ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের নাম মো. মুসা (৪৫)। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তার শরীরের ৯৮% দগ্ধ ছিল।

বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ১২ জনকে ভর্তি করা হয়।

তাদের মধ্যে মো. মুসা ছাড়াও ছিলেন মো. হাসান (৩২), মো. ইয়াসিন (২৬), খলিল (৫০), আজম (৩৬), অলি সিকদার (৫৫), বাবলু (২৫), আল আমিন (২৫), বাচ্চু মিয়া (৫৫), জাহান (২৫) ও মোস্তফা (৫০)।
চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধারদের মধ্যে অনেকেই গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

বিস্ফোরণের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Share this news on: