কেমন চলছে কাজীপাড়া ও মিরপুর-১১ মেট্রোস্টেশন?

মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন বুধবার (১৫ মার্চ) সকালে স্টেশন চালু করা হয়েছে। 

মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম এই স্টেশন কেমন চলছে ? আজ (১৬ মার্চ) বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, স্টেশন দুইটির একটিতেও তেমন কোন ভীড় নেই। সকালে কিছুটা মানুষের চাপ থাকলেও বেলা যত বেড়েছে তত কমেছে যাত্রীর সংখ্যা। 

এদিকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায স্টেশন দুটিও চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি দুটি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।  

Share this news on: