টেকসই উন্নয়নের জন্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিন : রাষ্ট্রপতি

দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে দুর্যোগ এবং পরবর্তী সময়ে জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি নিতে বলেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের ৫১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি নেয়া হলে এসব দুর্যোগের ঝুঁকি কমানো এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে।

তিনি আরো বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী আজ ভিন্ন বাস্তবতা তৈরি করেছে।

বাংলাদেশের সকল দুর্যোগ ঝুঁকি কমানোর উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য স্কাউটদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ স্কাউটস সদস্যরা স্থানীয় জনগণের সাথে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণ করে দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী ও স্মার্ট দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের সমসাময়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।

রাষ্ট্রপতি উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বলেন ।

তিনি বলেন, এ লক্ষ্যে সরকার বাংলাদেশে স্কাউট আন্দোলন জোরদার করতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

হামিদ জোর দিয়ে বলেন, তরুণদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা উচিত।

তিনি আরও বলেন, ‘যারা স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমাদের যথাযথ শ্রদ্ধা জানাতে শিখতে হবে। বাংলাদেশের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। তাদেরও জানা উচিত।’

তিনি বলেন, ঘরে বসেই তাৎক্ষণিকভাবে বিশ্বের অনেক কিছু জানা সম্ভব।

তিনি আরো বলেন, ‘সবার আগে তথ্য প্রযুক্তির সাহায্যে নিজের দেশ সম্পর্কে জানতে হবে।’

বাংলাদেশের স্কাউটসের প্রধান হামিদ বলেন, দেশের সব জেলা ও উপজেলায় স্কাউট ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে দল গঠন এবং সব শিক্ষার্থীকে স্কাউট প্রশিক্ষণ দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

স্কাউটিং বাংলাদেশের চলমান অগ্রগতির নেতৃত্বে আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সাহায্য করবে।

২০২২ সালে মোট ৬২৬ স্কাউট রাষ্ট্রপতির স্কাউট পুরস্কার অর্জন করেছে।

রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটের উন্নয়ন ও সম্প্রসারণে তাদের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে সিলভার টাইগার এবং সিলভার ইলিশ অ্যাওয়ার্ড এবং অন্যান্য পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ, ক্যাম্প প্রধান ও প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান।

Share this news on:

সর্বশেষ

img
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগপত্র দাখিল আজ Jul 02, 2025
img
ঢাকায় দায়িত্ব নিলেন সৌদির নতুন রাষ্ট্রদূত জাফর আবিয়াহ Jul 02, 2025
img
সমুদ্রগামী জাহাজ মালিকের দেশের তালিকায় ৩৫তম স্থানে বাংলাদেশ Jul 02, 2025
img
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা Jul 02, 2025
img
নতুন গানের খবর দিয়ে কথা রাখলেন কনা Jul 02, 2025
img
ক্লাব বিশ্বকাপের শেষ আটে কে কার মুখোমুখি Jul 02, 2025
img
ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫০ এজেন্ট আটক Jul 02, 2025
ইসরায়েল কে টার্গেট করে হামলা, দায় নিল হুতিরা Jul 02, 2025
img
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে বিক্রি হবে নতুন দামে! Jul 02, 2025
img
আমার খুবই পছন্দ বরিশালের পেয়ারা বাগান : সাফা কবির Jul 02, 2025
img
হজযাত্রা শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি Jul 02, 2025
img
কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদকে সক্রিয় হতে বলল পাকিস্তান Jul 02, 2025
img
সামরিক ট্যাঙ্কের তালিকায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল চীন Jul 02, 2025
img
বাণিজ্য চুক্তির সম্ভাবনা ক্ষীণ, জাপানকে দোষারোপ ট্রাম্পের Jul 02, 2025
img
ঢাকায় আংশিক মেঘলা আকাশ, স্বস্তির আশা Jul 02, 2025
img
পদ্মার পানি বাড়ছে! Jul 02, 2025
img
রাশিয়ার সঙ্গে ব্যবসা করলেই ৫০০ শতাংশ শুল্ক বাড়ানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রে Jul 02, 2025
img
আহত হয়েও শুটিং শেষ করলেন আদা শর্মা Jul 02, 2025
img
সাত অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির ঝড়ের আভাস Jul 02, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর মিছিল, নিহত ১০৯ Jul 02, 2025