পথশিশুদের নিয়ে মেট্রোরেলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পথ শিশুদের মেট্রোরেল ভ্রমণের আয়োজন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। 

শুক্রবার (১৭ মার্চ) সকালে পথ শিশুদের বিআরটিসির ছাদখোলা বাসে করে আনা হয় আগারগাঁও স্টেশনে।

আগারগাঁও স্টেশন থেকে মেট্রোরেলে করে তাদের নিয়ে যাওয়া হয় উত্তরা স্টেশনে। এরপর উত্তরা মেট্রোরেল তথ্য ও প্রদশনী কেন্দ্রে ''স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন" প্রতিপাদ্যে কেক কাটা হয়। পরে আবারও মেট্রোরেলে করে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভ্রমণ করানো হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার বলেন, প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা। পরে বিআরটিসির ছাদখোলা দোতলা বাসে পথশিশুদের জাতীয় সংসদ ভবন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর, সোহরাওয়ার্দি উদ্যান, কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুরতে নিয়ে যাওয়া হয়।

তবে কর্মসূচিটি জাতীয় সংসদ ভবন এলাকার সামনে গিয়েই শেষ হয়। 

Share this news on: