মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

আগের ম্যাচেই নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। এবার সেটিকেও ছাড়িয়ে নিয়ে গেলেন বাংলাদেশের ব্যাটাররা। এদিন দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার রেকর্ডগড়া সেঞ্চুরির সঙ্গে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে আগের সেই রেকর্ড ভেঙে ৩৪৯ রানের পাহাড়সম সংগ্রহ পেয়েছে তামিম ইকবালের দল।

এতোদিন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন সাকিব আল হাসান। ২০০৯ সালে বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার সতীর্থ সাকিবের সেই রেকর্ড ৬০ বলে সেঞ্চুরি করে ভেঙে দিলেন মুশফিক।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিনও টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা বেশ দেখেশুনে করেছিলেন টাইগার দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস। তবে ভালো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়ে উইকেটে সেট হতে গিয়েই ভুল করে এই দুর্ভাগ্যের শিকার হন তামিম।

১০তম ওভারের শেষ বলে দলীয় ৪২ রানের মাথায় রানআউট হয়ে যান তিনি। শট রানের জন্য দৌড় দিলে মার্ক অ্যাডেয়ারের সরাসরি থ্রোটি আঘাত হানে নন-স্ট্রাইকপ্রান্তের স্ট্যাম্পে। ক্রিজের অনেকটা বাইরে থাকায় ৪টি বাউন্ডারির মারে ২৩ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

এ বছর ব্যাট হাতে ভালো করতে পারছিলেন না লিটন। আইরিশদের বিপক্ষে আগের ম্যাচে ২৬ রান করেছিলেন তিনি। তবে এবার আর কোনো ভুল করেননি এই ওপেনার। ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন। তবে ৫৩ বলে ফিফটি তুলে নেওয়া লিটন ৭১ বলে ৭০ রান করে কুর্টিস ক্যাম্ফারের বলে বিদায় নেন।

লিটনের বিদায়ের পরে নাজমুল শান্তও ৫৯ বলে ফিফটির দেখা পেয়ে যান। সাকিবও ব্যাটিংয়ে নেমে আগ্রাসী মেজাজে ব্যাটিং করার ইঙ্গিত দেন। তবে ১৭ রানে থাকাকালে নিজের ধৈর্য ধরে রাখতে না পারায় গ্রাহাম হিউমের শিকারে পরিণত হন সাকিব। এতে নাজমুলের সঙ্গে ৩৯ রানের জুটি ভেঙে যায়।

দলীয় ১৮২ রানে সাকিবের বিদায়ের পর ৩৪তম ওভারে হিউমের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন নাজমুল শান্তও। লিটনের মতো সেঞ্চুরি নাগালে থাকলেও গ্লাভসে ছুঁইয়ে উইকেটের পিছনে কট বিহাইন্ড হয়েছেন এ বাঁহাতি ব্যাটার। এতে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করে ৭৭ বলে ৭৩ রান করে আউট হন তিনি।

সাকিব আর শান্তর উইকেট তুলে নিয়ে কিছুটা লড়াইয়ে ফিরেছিল আইরিশরা। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে রীতিমত তাণ্ডব চালান মুশফিকুর রহিম আর তরুণ তাওহিদ হৃদয়। মারমুখী ব্যাটিংয়ে ফের সফরকারীদের কোণঠাসা করে ১৩ ওভারে ১২৮ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা।

তবে আগের ম্যাচে নাইন্টিজে কাটা পড়া অভিষিক্ত হৃদয় আজও হতাশা নিয়ে ফিরেছেন। প্রথম ম্যাচে ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটার মাত্র এক রানের জন্য ফিফটি করতে পারেননি হৃদয়। মার্ক এডায়ারের নিচু হয়ে আসা বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষকের হাতে। ফলে ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৯ রান করেন তিনি।

এই জুটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত হয়ে যায়। যার শেষটা করেন দীর্ঘদিন পর ব্যাট হাতে বড় রানে ফেরা মুশফিক। ৬০ বলে ১৪ বাঊন্ডারি ও ২ ছক্কায় সাজানো হার না মানা ক্যারিয়ারের নবম সেঞ্চুরি উপহার দেন অভিজ্ঞ এই ব্যাটার। এতে বাংলাদেশ পেয়েছে ৬ উইকেটে ৩৪৯ রানের বিশাল পুঁজি।

ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের ম্যাচেই ৩৩৮ রানের সংগ্রহ গড়ে এই রেকর্ড গড়েছিলো টাইগাররা, আজ সেটা ভাঙলো। বোলিংয়ে আয়ারল্যান্ডের হয়ে গ্রাহাম হিউম একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট পান মার্ক এডাইয়ার ও কুর্টিস ক্যাম্ফার।

Share this news on:

সর্বশেষ

img
আসিফের সমালোচনা ফুটবলাঙ্গনে, প্রশ্ন ‘সুস্থতা’ ও ‘ভদ্রতা’ নিয়ে Nov 10, 2025
img
হঠাৎ মেট্রো রেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল Nov 10, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক Nov 10, 2025
img
যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তাদের ভোট চাই না : ফজলুর রহামন Nov 10, 2025
img

সালথায় শামা ওবায়েদ

ধানের শীষের ভোটে কেউ যাতে হাত দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে Nov 09, 2025
img
বিএনপির সমাবেশে স্ট্রোকে ছাত্রদল কর্মীর মৃত্যু Nov 09, 2025
img
ফুটবলাররা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে : আসিফ Nov 09, 2025
img
খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি : রবি চৌধুরী Nov 09, 2025
img
সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা: জয়নুল আবেদীন Nov 09, 2025
img
ইরাকে কুয়েতের ৯টি বিমানের জরুরি অবতরণ Nov 09, 2025
img
রশিদে কম টাকা দেখিয়ে ধরা পড়া ভূমি কর্মকর্তা পদচ্যুত Nov 09, 2025
img
গাভির শূন্যতা অনুভব করছেন বার্সেলোনা কোচ হান্সি Nov 09, 2025
img
আর্জেন্টিনার ৭-০ গোলের জয় Nov 09, 2025
img
রহস্যময় মন্তব্যে বিতর্কে জড়ালেন অপরাজিতা Nov 09, 2025
img
অস্থির সময়ে শান্ত থাকার পরামর্শ দিলেন পরান বন্দ্যোপাধ্যায় Nov 09, 2025
img
জাহানারার অভিযোগ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি Nov 09, 2025
img
সব পদ থেকে বিএনপির ৫ নেতা বহিষ্কার Nov 09, 2025
img
এবার ওটিটিতে দেখা যাবে জয়া-আবীরের সিনেমা Nov 09, 2025
img
অনশন ভেঙে ডাবের পানি খেলেন তারেক Nov 09, 2025
img
কিউবার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে, মনে করেন তপু Nov 09, 2025