গাজীপুর সিটি করপোরেশনের ভোট ২৫ মে

গাজীপুর সিটি করপোরেশনের ভোট আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। এছাড়া ১২ জুন খুলনা ও বরিশাল সিটি ভোট এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (০৩ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৭তম কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বিস্তারিত তফসিল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। এই পাঁচ সিটির ভোটকেন্দ্রগুলো সিটিটিভির আওতায় থাকবে। ইসির নিজস্ব ট‌্যাব দিয়ে ভোট মনিটরিং করা হবে।

গাজীপুর সিটি সর্বশেষ ভোট হয় ২০১৮ সালের ২৭ জুন। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয় চলতি বছরের ১১ মার্চ থেকে। অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর সিটির ভোটগ্রহণ করতে হবে

Share this news on: