ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। রংপুর নগরীর মর্ডান মোড় এলাকা ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে যেতে দূরপাল্লার বাসগুলোর সামনে ভিড় করছেন অনেকেই।
ঢাকার গার্মেন্টস কর্মী মোখলেসুর রহমান জানান,ঈদের ছুটি শেষ তাই অফিসে ফিরছি। এবার টিকিটের মূল্য গতবারের তুলনায় বেশি সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকায় ঢাকায় যাওয়া যায় কিন্তু টিকিটের মূল্য ধরা হচ্ছে ১ হাজার টাকা।এতে ভোগান্তি হচ্ছে আমাদের।
কুমিল্লার যাত্রী আব্দুস সালাম জানান,এখনো টিকিট পাইনি বাসের লোকজন বলছে টিকিট নেই।প্রায় তিন ঘন্টা থেকে দাড়িয়ে আছি।
এদিকে যানজট নিরসন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে নেয়া হয়েছে উদ্যোগ,মর্ডান মোড়ে বসানো হয়েছে সাব কন্ট্রোল রুম।
ট্রাফিক বিভাগ দক্ষিনের সহকারী পুলিশ কমিশনার আমজাদ হোসেন জানান,আমরা মর্ডান মোড়ে যানজট নিরোসনে কাজ করছি।যাত্রী ভোগান্তি কমিয়ে আনতে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা সব সময় মাঠে আছে।