আলো, ছায়া আর সংবেদনের মিশেলে গল্প বলার এক নিজস্ব ঢঙ রয়েছে তাঁর। আহা রে, লভ আজ কাল পরশু কিংবা সদ্য মুক্তি পাওয়া চালচিত্র : দ্য ফ্রেম ফেটাল—সবই প্রমাণ করেছে প্রতিম ডি গুপ্ত নামটি মানেই আলাদা স্বাদের সিনেমার প্রতিশ্রুতি। এবার সেই প্রতিম পা রাখছেন ওয়েব সিরিজের দুনিয়ায়। হ্যাঁ, প্রথমবার বাংলা ওয়েব সিরিজ পরিচালনা করতে চলেছেন তিনি, তাও আবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য।
এই সিরিজের অন্যতম আকর্ষণ, একসঙ্গে টলিউডের তিন নামী মুখ—টোটা রায়চৌধুরী, সোহিনী সরকার এবং ঋতাভরী চক্রবর্তী। শোনা যাচ্ছে, টোটা এই সিরিজে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে পারেন। এর আগেও প্রতিমের পরিচালনায় এমন চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সোহিনীর সঙ্গে প্রতিমের আগের কাজ রান্নাবাটি এখনো মুক্তির অপেক্ষায়। আর ঋতাভরী ধরা দেবেন একদম নতুন লুকে, এমনটাই বলছে জল্পনা।
সিরিজের কাহিনি নিয়ে এখনো মুখ খোলেননি প্রতিম, তবে জানা যাচ্ছে এটি হতে চলেছে এক নারীকেন্দ্রিক গল্প, যেখানে থ্রিলার আর ক্রাইমের ছোঁয়া থাকবে গাঢ়ভাবে। প্রতিমের নিজস্ব গদ্যে এই গল্পের আবহ হয়ে উঠবে ঘন, সংবেদনশীল এবং চমকপ্রদ—এমনটাই প্রত্যাশা ওয়েব সিরিজপ্রেমীদের।
সিরিজটি এখন প্রি-প্রোডাকশনের পর্যায়ে। কাস্ট ও ক্রু ঠিক করা হচ্ছে পুরোদমে। শুটিং শুরু হবে খুব শিগগিরই। তবে এই সিরিজ ঘিরে উত্তেজনা এখনই চরমে, কারণ হইচই-তে এটিই হতে যাচ্ছে প্রতিমের প্রথম কাজ। একই সঙ্গে আবারও পর্দায় ফিরছে টোটা ও প্রতিমের জুটি, যা এর আগে সফল অভিজ্ঞতা উপহার দিয়েছে।
সবচেয়ে বড় কথা, একসঙ্গে টলিউডের প্রথম সারির তিন শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী যখন এক ওয়েব প্রজেক্টে যুক্ত হন, তখন তা নিঃসন্দেহে হয়ে ওঠে বিশেষ কিছু। বিশেষত প্রতিম ডি গুপ্তর মতো নির্মাতার হাতে থাকলে, সেই প্রত্যাশা আরও দ্বিগুণ হয়।
এখন শুধু সময়ের অপেক্ষা—এই ওয়েব সিরিজের নাম, কনসেপ্ট আর মুক্তির আনুষ্ঠানিক ঘোষণার।
এসএন