১৯৩০ সালের দিকে কুমিল্লা নগরীর মনোহরপুরে গড়ে ওঠে মাতৃভান্ডার। ওই বছর শীতল ভান্ডার ও ভগবতী পেড়া ভান্ডারও প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা মিষ্টি ভান্ডার। তারাই ছানার মিষ্টি তৈরি শুরু করেন। এরপর আকৃতি পরিবর্তন করে রসমালাই। মূলত এ চার প্রতিষ্ঠান থেকেই কুমিল্লার রসমালাইয়ের সুনাম ছড়িয়ে পড়ে। বিস্তারিত ভিডিওতে.....