স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগে ফেইক কন্টেন্টস্ ও ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও ব্যবস্থাপনা এবং সম্পদ উন্নয়ন (এমআরডিআই) এর সাথে যৌথ আয়োজনের এই কর্মশালায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নান। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগের সহকারি অধ্যাপক মো. মোশারফ হোসেন ও সহকারী অধ্যাপক সামিয়া আসাদী।
কর্মশালা শিক্ষার্থীদের সংবাদের সত্যতা যাচাইয়ের পটভূমি, তথ্যের প্রকার, নৈতিকতা এবং সত্যতা যাচাই, সত্যতা যাচাইয়ের বাস্তবতা, ফ্যাক্ট চেকিং টুলের প্রবর্তন, ভুয়া সংবাদ শনাক্তকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী বলেন, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা দেশে এবং দেশের বাহিরে যারা ফেক্ট চেকিং এর সাথে জড়িত তাদের সম্পর্কে জেনেছে। এছাড়া ব্যাসিক পর্যায়ে ফেক্ট চেকিং এর নানা টুলস ও কীভাবে চেকিং করতে হয় তা হাতে কলমে শিখেছে। তাছাড়া শিক্ষার্থীরা ভবিষ্যতে ফেক্ট চেকিং কে পেশা হিসেবেও নিতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেসব তথ্য পাই তা সঠিক কিনা যাচাই করতে পারবে শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ব্যবস্থাপনা এবং সম্পদ উন্নয়ন (এমআরডিআই) এর আগে দেশের ১০ টি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষদের নিয়ে তিন দিনের কর্মশালা করেছেন। সেখানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা প্রশিক্ষণ নিয়েছেন। ভবিষ্যতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এই কর্মশালা থেকে উপকৃত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
কর্মশালায় শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। দুই দিন ব্যাপি কর্মশালায় প্রতি পর্বের ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।