রাজধানীর সাভারের অদূরে ভাকুর্তা গ্রাম। তবে এ গ্রাম সবচেয়ে বেশি পরিচিত গহনা গ্রাম নামেই। পুরুষদের পাশাপাশি প্রতি ঘরেই নারীদের গয়নার কাজ করার দৃশ্য চোখে পড়ে। একটি বাড়ির বারান্দায় কাজ করছিলেন এক নারী। আরেক ঘরে প্রবেশ করে গৃহকর্তার সাথে বসে গহনা তৈরি করতে দেখা যায় তার স্ত্রীকে।
গৃহস্থালির কাজ শেষ করে দিনের বিভিন্ন সময়ে গয়নার কাজ নিয়ে বসেন নারীরা। ঘরে বসে তামা,পিতল, রুপার গহনা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন তারা। (বিস্তারিত ভিডিও প্রতিবেদনে)