এটি উত্তরা হাউজ বিল্ডিং থেকে টঙ্গী কলেজ গেইট পর্যন্ত ফ্লাইওভার। এলিভেটেড ফ্লাইওভারটি গত শনিবার খুলে দেওয়া হয়েছে ।
আগামী কোরবানি ঈদকে সামনে রেখে যানজট মুক্ত ঈদ যাত্রায় বড় ভূমিকা রাখবে এই ফ্লাইওভারের ৪ কিলোমিটার অংশ।
দুই লেনের এই ফ্লাইওভার দিয়ে ঢাকায় প্রবেশ ও বের হতে সময় বাঁচাবে। বিআরটি লাইনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এরিমধ্যে শেষ হয়েছে ৯১ শতাংশ কাজ। এ বছরের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে কাজ শেষ করার আশা সড়ক ও সেতু মন্ত্রনালয়ের।
প্রক্লপটি চালু হলে ঢাকা থেকে গাজীপুর যেতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। খুলে দেওয়া অংশ নিয়ে এ পথের যাত্রীরা বলেন, ফ্লাইওভার ওভারটি খুলে দেওয়ায় অনেক সময় বেঁচে যাচ্ছে তাদের।