শপথ নিলেন বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা।
সোমাবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন মেয়রকে শপথ বাক্য পাঠ করান। এর পর এই তিনি সিটির কাউন্সিললদের শপথগ্রহণ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
দুপুর ১২টায় শপথ নেবেন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা।
গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে গাজীপুরে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন বিজয়ী হন। এছাড়া বাকি চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
জায়েদা খাতুন ছাড়া অপর চার নির্বাচিত মেয়র হলেন-রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, বরিশালে খোকন সেরনিয়াবাত, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী।