ইউরোপে বসন্ত যাপন

রৌদ্রজ্জ্বল দিন আর বর্ণিল ফুলের বসন্ত শুরু হচ্ছে ইউরোপে৷ গ্রীষ্মের আগ পর্যন্ত এমনই কয়েকটি জায়গার প্রকৃতি আর উৎসবের আয়োজন আপনার হৃদয় ভোলাবে৷ মন চাইবে আরও কিছুটা সময় সেখানেই থেকে যেতে। 

নেদারল্যান্ডসে টিউলিপ নদী

এক-দুই নয়, অ্যামস্টারডামের কিউকেনহোফ গার্ডেনের ৪০ কিলোমিটার জুড়ে বিস্তৃত টিউলিপের বাগান৷ প্রতি বছর সেখানে ৭০ লাখ চারা রোপণ করা হয়৷ বসন্তে এক সঙ্গে সেখানে নানা রঙের ফুল ফোটে৷ প্রতি বছর কয়েক হাজার মানুষ টিউলিপের রঙ্গ আর সৌরভের টানে এখানে ছুটে আসেন৷

জার্মানির ঘাসের বেগুনি গালিচা

জার্মানির উত্তরের রাজ্য শ্লেসভিগ হলস্টাইনে অবস্থিত হুসুম শহরে ফোটে চোখজুড়ানো এই বুনো ফুল৷ সেই শহরেরই হুসুম প্রাসাদের বাগানের ৫ হেক্টর জমি ছেয়ে যায় বেগুনি গালিচাতে৷ কয়েকশ’ বছর ধরেই বসন্তে এই দৃশ্যের অবতারণা হয় সেখানে৷

বনে শহরে চেরি ফুলের উৎসব

এপ্রিল থেকে বনের পুরনো শহরের রাস্তায় গোলাপি আভা ছড়িয়ে পড়ে৷ শীতের পাতাবিহীন সারিবদ্ধ চেরি গাছের ডালজুড়ে ফুটতে শুরু করে ফুল৷ নতুন ফোটা চেরি ফুলের সঙ্গে সেলফির টানে হোক কিংবা মুহূর্তটিকে চোখ বা ক্যামেরায় বন্দী করতে হোক, পর্যটকরা দল বেঁধে এই দৃশ্য উপভোগ করতে আসেন জার্মানির বনে৷

মাদেইরাতে বসন্ত উৎযাপন

পর্তুগালের স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ মাদেইরা৷ প্রতিবছর এখানকার অধিবাসীরা বসন্ত উদযাপন করেন তাদের ঐতিহ্যবাহী ফুল উৎসব দিয়ে৷ দ্বীপবাসী তাদের রাজধানীকে এ সময় অসংখ্য ফুল দিয়ে সাজিয়ে তোলে৷ হাতে ফুল আর গায়ে ফুলেল পোশাকে দুই দিনব্যাপী আয়োজনের শোভাযাত্রায় অংশ নেন নিজেরাও৷

আকাশেও বসন্তের ছোঁয়া

বসন্তের সাড়া পড়ে ইউরোপের আকাশেও৷ দল বেঁধে পরিযায়ী পাখিরা দক্ষিণাঞ্চল ছেড়ে উড়ে যায় উত্তরে স্ক্যান্ডিনেভিয়াতে৷ মাঝে যাত্রাবিরতি দেয় মেকলেনবুর্গ-ফরপমার্ন অঙ্গরাজ্যের হ্রদে৷ প্রায় ৭০ হাজার সারসের দেখা মিলবে সেখানে৷

 

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ