তাজিয়া মিছিল-বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি

পবিত্র আশুরা এবং বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশের পাশাপাশি তাজিয়া মিছিলের নিরাপত্তায় পর্যাপ্ত র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে ডিএমপি সতর্ক অবস্থায় আছে।

শনিবার (২৯ জুলাই) সকাল থেকে রাজধানীতে এ চিত্র দেখা গেছে।

রাজধানীর পুরান ঢাকার লালবাগের হোসেনি দালান ইমামবাড়া এলাকায় গত কয়েকদিন ধরে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দেখা গেছে। বিশেষ করে আজ তাজিয়া মিছিল উপলক্ষ্যে এ এলাকাটি সম্পূর্ণটি নিরাপত্তার চাদরের ডেকে দেওয়া হয়েছে। ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিংসহ মেটাল ডিটেক্টরের মাধ্যমেও তল্লাশি করা হচ্ছে আসা লোকজনকে। এছাড়া বিনা কারণে এ এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেউ ব্যাগ এলে তাদের আরও বেশি তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন বলেন, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমরা অনেক আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আজ দশ মহরম উপলক্ষ্যে তাজিয়া মিছিলের সব আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে এক হাজারের কাছাকাছি পুলিশ সদস্য কাজ করছে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে সোয়াট র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন।

এদিকে বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে ডিএমপি। সে আশঙ্কাকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ মুখগুলোতে আজ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর গাবতলী ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ করে বেশি সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এপিসি জল কামান ও প্রিজনব্যান নিয়ে সতর্ক অবস্থায় রয়েছেন পুলিশ সদস্যরা।

এই দুই এলাকায় দেখা গেছে, সন্দেহজনক কাউকে দেখলে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। এছাড়া বিএনপির ঘোষণা অনুযায়ী কেউ যেন রাস্তা আটকাতে না পারে সেই লক্ষ্য সকাল থেকে কাজ করে যাচ্ছেন তারা।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে আজকের এ কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন ঘটনার সৃষ্টি হতে পারে। সেই লক্ষ্যে রাস্তায় আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে।

এর আগে শুক্রবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সকল প্রবেশ মুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলসমূহ ডিএমপির কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবারের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।

Share this news on:

সর্বশেষ

img
ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার Jul 12, 2025
img
বিমান চলাচলে বিঘ্নকারীদের আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি Jul 12, 2025
img
নিরাপত্তা জোট গঠন নিয়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানকে সতর্ক করল রাশিয়া Jul 12, 2025
img
স্বামী-শাশুড়ির সাথে হাসপাতালে কিয়ারা আদভানি Jul 12, 2025
img
মেট্রোরেলের পিলারে গ্রাফিতিতে ফিরে দেখা 'জুলাই ইতিহাস' Jul 12, 2025
img
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৩ Jul 12, 2025
img
প্রবাসীদের জন্য সুখবর দিল দক্ষিণ কোরিয়া Jul 12, 2025
img
পালিয়ে থাকা নেতারা রামপালে এসে ঘের দখল নিতে চায়: আখতার হোসেন Jul 12, 2025
img
সাকিবের জন্য দরজা সবসময় খোলা: বিসিবি Jul 12, 2025
img
ক্যাম্প ন্যু'র উদ্বোধন ঘিরে মেসিকে নিয়ে গুঞ্জন! Jul 12, 2025
img
অন্যের রাজনৈতিক এজেন্ডার ফাঁদে পা দেবেন না: সালমান মুক্তাদির Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারী গ্রেফতার হয়নি কেনো? প্রশ্ন তারেক রহমানের Jul 12, 2025
img
পিএসসি সংস্কারে ১১ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম চাকরি প্রত্যাশীদের Jul 12, 2025
img
আইএসএল স্থগিত করল ভারতের ফুটবল ফেডারেশন Jul 12, 2025
img
হত্যাকারী যে-ই হোক তাকে শাস্তির মুখোমুখি করতে হবে : আমিনুল হক Jul 12, 2025
img
সরকার কেন এসব ঘটনা ও নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের Jul 12, 2025
img
টেনিস কোর্টে পার্টনার হিসেবে ধোনিকে চাইলেন সুর্যকুমার Jul 12, 2025
img
বিএনপিতে চাঁদাবাজদের জন্য কোনো জায়গা নেই: দুলু Jul 12, 2025
অগণতান্ত্রিক চক্রান্তে সতর্ক থাকার বার্তা যুবদল সভাপতির Jul 12, 2025
img
শহীদ ইয়ামিনকে হত্যার আগে গুলি করা পুলিশ সদস্য গ্রেফতার Jul 12, 2025