মেট গালায় গর্ভবতী অবস্থায় অংশগ্রহণ করে ইতিহাস তৈরি করেছিলেন কিয়ারা আদভানি। এরপর আর জনসমক্ষে আসেননি অভিনেত্রী। বাড়ি থেকে মাঝেমধ্যে বের হলেও থেকেছেন ছাতার আড়ালে।
এরমধ্যেই হঠাৎ কিয়ারাকে দেখা গেল হাসপাতালে ঢুকতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, স্বামী এবং শাশুড়িকে নিয়ে হাসপাতালে ঢুকছেন অভিনেত্রী। যদিও এবারেও অভিনেত্রীকে ছাতার আড়ালে রেখেছেন স্বামী।
ভিডিও দেখে যেটুকু বোঝা গেছে, একটি হলুদ রঙের ঢিলেঢালা শার্ট পরে হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা। সিদ্ধার্থের মুখে রয়েছে উদ্বেগের ছাপ। তবে সিদ্ধার্থের মা কিন্তু বেশ হাসি মুখেই ছিলেন। উপস্থিত ছিলেন কিয়ারার বাবাও।
ভিডিও দেখে নেট পাড়ার বাসিন্দারা অনুমান করছেন, ভালো খবর আসতে তাহলে আর কিছু সময়ের অপেক্ষা! তবে ডেলিভারি হতে নাকি রুটিন চেকআপ করতে তিনি হাসপাতালে ভর্তি হলেন, সেটা আর কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।
‘শেরশাহ’ ছবিতে কাজ করতে গিয়ে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমে পড়েন কিয়ারা।
এরপর ২০২৩ সালে ধুমধাম করে বিয়ে করেন এই দম্পতি। চলতি বছরের মার্চ মাসে তারা ঘোষণা করেন, তাদের জীবনে আসছে নতুন অতিথি। তারপর থেকেই শুরু হয় শুধু দিন গোনা।
আরআর/টিকে