রংপুরের তিন উপজেলা হবে গৃহহীন মুক্ত


আশ্রয়ন প্রকল্প দুই এর আওতায় রংপুরের ছয় উপজেলায় বাড়ি উপহার পাবে গৃহহীন মানুষ।আজ সোমবার জেলা প্রসাশক কার্যালয়ে ৪র্থ পর্যায়ে উপকারভোগীদের মাঝে সেমি পাকা ঘর বিতরণ অনুষ্টান উপলক্ষে এক মত বিনিময় সভায় এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসক।

রংপুরের ছয় উপজেলায় আগামী বুধবার সকালে(রংপুর,বদরগন্জ,তারাগন্জ,গংগাচড়া,মিঠাপুকুর,কাউনিয়া,পীরগাছা,পীরগন্জ) ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৬৭৮ টি ঘর বিতরণ করবে জেলা প্রশাসন। এনিয়ে গৃহহীনদের জন্য মোট ১০৪.২৬ একর খাস জমি বরাদ্দ করা হয়েছে। এখন পর্যন্ত ২লক্ষ ২৪ হাজার ৪৯৪ পরিবারকে সেমিপাকা ঘর উপহার দিয়েছে সরকার।

আগামী ৯আগষ্ট বদরগন্জ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষনার মধ্য দিয়ে রংপুরে মোট তিনটি উপজেলা (তারাগন্জ,কাউনিয়া,বদরগন্জ)গৃহহীন মুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী । 

জেলা প্রসাশক মোহাম্মদ মোবাশ্বের হোসেন জানান,ঘর হস্তান্তরের সময় উপকার ভোগীদের মাঝে ২শতাংশ জমির কাবুলিয়াত দলিল,নামজারি খতিয়ান,ডিসিআর ও গৃহ হস্তান্তর সনদ দেয়া হবে। এছাড়া অবশিষ্ট উপজেলাগুলোকে ভূমিহীন-গৃহহীন মুক্ত করে রংপুর জেলাকে গৃহহীন মুক্ত জেলা ঘোষনার কার্যক্রম শুরু হয়েছে।

Share this news on: