কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া ও চকরিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকেলে উখিয়া ও চকরিয়া এলাকায় পৃথক পাহাড় ধসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে বিকেল চকরিয়ায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮নং আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আমির জাফর জানান, বিকেলে পাহাড়ের নিচে বসবাসরত আনোয়ারের শেডের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে আনোয়ারের স্ত্রী ও তার শিশু মেয়ে। পরে দমকল বাহিনী ও স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
অন্যদিকে চকরিয়ার বড়ইতলী এলাকায় পাহাড় ধসে দুই জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা মাটি সরিয়ে মরদেহ দুটি উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ বলেন, চকরিয়ার বড়ইতলী এলাকায় ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ওই এলাকা দুর্গম হওয়ায় পুলিশের টিম যেতে সময় লাগছে।

বড়ইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান বলেন, টানা বৃষ্টির কারণে দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তারপরও আমরা খবর নিচ্ছি

Share this news on: