মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কনসুলার সেবা বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা হলেও ভিসা নীতি নিয়ে সফররত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটারের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম।
তিন দিনের সফরের দ্বিতীয় দিনে সকাল থেকে মার্কিন দূতাবাসে কাটান স্টেট ডিপার্টমেন্টের কনসুলার বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। রোববার বিকালে আলোচনার জন্য যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
এসময়ে মন্ত্রণালয়ে গিয়ে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন ঘণ্টাখানেক।
তবে বেরিয়ে যাওয়ার সময় রেনা বিটার কিংবা রাষ্ট্রদূত পিটার হাস গণমাধ্যমের সাথে কথা বলেননি।
পরবর্তীতে সাংবাদিকদের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম জানান, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ার সময় ছয় মাসের মধ্যে নামিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন রেনা বিটার।