বাংলাদেশ ক্রিকেটের হয়ে অভিষেকের এক দশক পার হলেও সাদা বলের ক্রিকেটে এখনো লিটন দাসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে। সম্প্রতি রান পেতে নিয়মিতই তাকে সংগ্রাম করতে হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচ খেলে কোনো রান করতে পারেননি তিনি৷ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে করেন ৬ রান।
এমন পারফরম্যান্সের পরেও লিটনের সামর্থ্যে অগাধ আস্থা প্রধান কোচ ফিল সিমন্সের। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আজ সিমন্স বলেছেন, ‘(লিটনকে নিয়ে কী অবজারভেশন?) আপনিই তো অবজারভেশনটা দিয়ে দিলেন (হাসি)। হ্যাঁ, তার (লিটন) আত্মবিশ্বাস তলানিতে।'
'তবে আমরা জানি সে কী করতে পারে। আমরা তার সাথে কঠোর পরিশ্রম করে যাচ্ছি, তাকে সেখানে ফিরিয়ে নিতে। আশা করি পরের ম্যাচে সে ঘুরে দাঁড়াতে পারবে। আশা করছি সে দ্রুতই নিজের সামর্থ্যটা দেখাতে পারবে।’ -যোগ করেন তিনি।
ম্যাচের আগের দিন সব জায়গাতেই উন্নতির তাগিদ দিয়ে সিমন্স বলেছেন, ‘(আমাদের) নেক্সট প্ল্যান হচ্ছে আরও ভালো হওয়া এবং যেসব জায়গায় আগের ম্যাচে ভালো করতে পারিনি সেসব জায়গায় ভালো করা। আমরা জানি আমাদের আরও রান করতে হবে। একইসাথে প্রথম ৬ ওভারে আরও ভালো বোলিং করতে হবে। উন্নতি করতে হবে, কিছু ব্যাপারে কিছু লেভেলে যেতে হবে, যদি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমরা এসব করতেই মুখিয়ে আছি।’
পরে ডাম্বুলার মাঠ নিয়ে সিমন্স বলেছেন, ‘বিশ্বের এমন অনেক মাঠ আছে যেখানে তারা আগে খেলেনি। আপনি সবসময়ই কোনো মাঠে প্রথমবারের মত খেলবেন। এখানে উইকেট, গ্রাউন্ড বেশ ভালো। গ্রাউন্ড বড়, উইকেটও ভালো। ক্যান্ডিতে এসব নিয়ে কয়েক ম্যাচে কাজ করেছি আমরা। মিরপুরের তুলনায় এখানের এমন বড় গ্রাউন্ডে কীভাবে বেশি রান পেতে হবে এসব ব্যাপারে কাজ করার জায়গা আছে। আজ আবারও মাঠ দেখা হবে এবং নিজেদেরকে কালকের জন্য প্রস্তুত করতে হবে।’
টিকে/