উৎসব মুখর পরিবেশে রাজধানীর অন্যতম সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প, সামাজিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্যা স্কলারস ফোরাম'র উদ্যোগে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর স্বনামধন্য তিন'টি প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফোরামের পরিচালক অহিদুল ইসলাম আকিক এবং সহকারী প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সদস্য সচিব মোজাফফর হোসেন ।
ফোরামের পরিচালক অহিদুল ইসলাম আকিক জানান, রাজধানীর প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেনি পর্যন্ত দুই সহস্রাধিক ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীদের সবার সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, দ্য স্কলারস ফোরাম ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে। পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সংস্থাটির গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।
এই প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অসংখ্য শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।