‘ব্যাটল অব গালওয়ান’-এ নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন সালমান, জানালেন “প্রতিদিন কঠিন হয়ে উঠছে”
বলিউডে অ্যাকশনের মুখ হিসেবে পরিচিত সালমান খান এবার ফিরছেন এক ভিন্ন ধাঁচের যুদ্ধনির্ভর অ্যাকশন ড্রামা ব্যাটল অব গালওয়ান নিয়ে। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ছবিটির প্রস্তুতি সহজ নয়—বরং সালমান নিজেই জানালেন, এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম শারীরিকভাবে চ্যালেঞ্জিং চরিত্র।
এই ছবির জন্য সালমানের প্রস্তুতি চলেছে অনেক আগে থেকেই। শুধুমাত্র শরীরচর্চাই নয়, বরং যুদ্ধের পরিবেশ বোঝা, উচ্চভূমিতে শ্যুটিং এবং ঠান্ডা পানিতে দৃশ্য ধারণ—সবকিছুই মিলে কঠিন এক যাত্রা। ছবিটির ২০ দিনব্যাপী শ্যুটিং হবে লাদাখে, যেখানে তাপমাত্রা ও অক্সিজেন—দু’টোই সীমিত। সেই সঙ্গে থাকছে ঠান্ডা পানিতে ঝাঁপ, মারাত্মক স্টান্ট ও হাড়ভাঙা শারীরিক শ্রম।
এক সাক্ষাৎকারে সালমান খান অকপটে বলেন, “প্রতিবছর, প্রতিদিন, সব কিছু আরও কঠিন হয়ে উঠছে। এখন আমাকে অনেক বেশি সময় ধরে ট্রেনিং করতে হয়—দৌড়ানো, ঘুষি মারা, লাথি মারা—সব কিছুই শারীরিকভাবে খুব চাপের।” তার এই বক্তব্যে স্পষ্ট, বয়সের সঙ্গে তাল মেলাতে গিয়ে তিনি দমে যাচ্ছেন না, বরং নিজেকে নতুনভাবে গড়ছেন প্রতিনিয়ত।
অ্যাকশনপ্রেমী দর্শকরা সালমানের প্রতি ভালোবাসা আগের মতোই অটুট রেখেছেন। তবে এই খোলামেলা কথোপকথনে তার পর্দার পেছনের সংগ্রাম উঠে এসেছে—যা হয়তো দর্শক সচরাচর দেখে না।
ব্যাটল অব গালওয়ান কেবল এক যুদ্ধের গল্প নয়, বরং এটি হতে যাচ্ছে সালমান খানের নিজের সঙ্গে লড়াইয়ের এক নিদর্শন—যেখানে বয়স, পরিশ্রম আর প্রতিজ্ঞা মিলে তৈরি হচ্ছে তার নতুন রূপ।
এফপি