দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান শেষে দেশের উদ্দেশে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বেলজিয়ামের ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দর থেকে ব্রাসেলস সময় বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে বেলজিয়াম ত্যাগ করে। বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আজ শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে ফ্লাইটটির ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান।

সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। ২৫ অক্টোবর সকালে তিনি ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউরোপীয় কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার ও ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া, এই সফরে বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শেখ হাসিনা ২৫ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন এবং বক্তৃতা করেন। ওইদিন বিকালে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইসি কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক এবং ইসি কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুটা উরপিলাইনেনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সন্ধ্যায়, প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেয়েনের দেওয়া নৈশভোজে যোগ দেন। ২৬ অক্টোবর সকালে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে দুটি পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।

একই দিন বিকালে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

শেখ হাসিনা পরে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন। টিভি চ্যানেল ‘ইউরো নিউজ’ এবং ‘পলিটিকো’ যথাক্রমে ২৫ ও ২৬ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়।

Share this news on:

সর্বশেষ

img
‘মাসুদ রানা’ সিরিজের গল্পে আসছে ওয়েব ফিল্ম, মায়ের ভূমিকায় থাকছেন মৌ Jul 18, 2025
img
গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ Jul 18, 2025
img
২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য, ক্রয়ের সময় ও নিয়ম Jul 18, 2025
img
১৮ জুলাই পতন শুরু, ৫ আগস্ট ছিল কেবল আনুষ্ঠানিকতা: মির্জা ফখরুল Jul 18, 2025
আ.লীগকে ফিরতে দেব না, সোহেল তাজের নামেও নয়: ফুয়াদের হুঙ্কার Jul 18, 2025
img
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু, চুক্তি ৩ বছর Jul 18, 2025
img
মুক্তি পেল দুই সিনেমা, একটি ঢাকার এবং অন্যটি নেপালের Jul 18, 2025
img
ব্যবসায়ীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবি বিএনপির Jul 18, 2025
img
অপরাধ করেছেন শেখ হাসিনা, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই ইসির Jul 18, 2025
img
এত অপরাধ প্রবণতা পৃথিবীর কোনো দেশে নেই: ধর্ম উপদেষ্টা Jul 18, 2025
img
রণবীর-শ্রীলীলা-ববির অনামা ছবিকে ঘিরে নির্মাতাদের রহস্য Jul 18, 2025
img
২০২৬ বিশ্বকাপের আগে পেনাল্টির নিয়ম বদলে যেতে পারে! Jul 18, 2025
img
সেনা কল্যাণ ভবনের আগুনে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র Jul 18, 2025
img
এই গানটি আমার কাছে খুবই স্পেশাল : অন্বেষা দত্ত গুপ্ত Jul 18, 2025
তরুণ ইয়ামালের হাতে বার্সার মর্যাদাপূর্ণ ‘নাম্বার টেন’ Jul 18, 2025
মঙ্গল গ্রহের পাথর বিক্রি, দাম ৫৩ লাখ ডলার Jul 18, 2025
৬০ জেলায় ডেঙ্গুর ভয়াল থাবা, বাড়ছে আক্রান্তের সংখ্যা Jul 18, 2025
img
বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো কবে কখন কোথায় Jul 18, 2025
img
তৃণমূলের দুঃশাসনে ভুগছে পশ্চিমবঙ্গ : মোদি Jul 18, 2025
img
জামালপুরে মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেফতার Jul 18, 2025