আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় জনসভায় ভাষণ দেবেন তিনি। তার আগমন উপলক্ষে আয়োজন করা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের।

জানা গেছে, পীরগঞ্জের বধূমাতার আগমনকে ঘিরে পুরো জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায় কয়েক লাখ লোকের অংশগ্রহণ নিশ্চিত করতে দু’দিন ধরে মাইকিং, লিফলেট বিতরণ, দফায় দফায় বর্ধিত সভাসহ নানা কর্মসূচি পালন করছেন নেতা-কর্মীরা।

প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছাবেন। এর পর তিনি সড়কপথে গিয়ে বেলা ১১টায় তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়েছে।

পরে তিনি আবারও সড়কপথে পীরগঞ্জের ফতেহপুরের উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রী ফতেহপুরে তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন।
এর পর প্রধানমন্ত্রী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে পীরগঞ্জ হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন।

পাঁচ বছর পর শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইতো পীরগঞ্জের ফতেহপুরের নিজ বাড়িটি সেজেছ নতুন সাজে। শ্বশুরবাড়িতে প্রধানমন্ত্রীর জন্য ২০ পদের রান্না হবে বলে জানান তার নাতনি সাবাবা হোসেন ওহী। প্রধানমন্ত্রীকে বরণে অপেক্ষায় রয়েছেন বলে জানান পীরগঞ্জবাসী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি সাবাবা হোসেন ওহী বলেন, প্রধানমন্ত্রী যা যা খেতে পছন্দ করেন এমন ২০ পদের রান্না করা হবে। সে আয়োজন চলছে।

রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল জানান, প্রধানমন্ত্রী প্রথমে এসে যোগ দেবেন রংপুর-২ আসন তারাগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল হক চৌধুরীর পথসভায়। এরপর সেখান থেকে যোগ দেবেন রংপুর-৬ আসন পীরগঞ্জ আওয়ামী লীগ প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরীর জনসভায়। দুটি সভাতেই ১০ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা তাদের।

প্রধানমন্ত্রীর আগম ঘিরে উজ্জীবিত নৌকার প্রার্থীরা। রংপুর-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ভোটাররা প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। এবারও ভোটাররা নৌকাকে বেঁছে নেবেন বলে জানান তারা।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

Share this news on:

সর্বশেষ

img
বিমান চলাচলে বিঘ্নকারীদের আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি Jul 12, 2025
img
নিরাপত্তা জোট গঠন নিয়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানকে সতর্ক করল রাশিয়া Jul 12, 2025
img
স্বামী-শাশুড়ির সাথে হাসপাতালে কিয়ারা আদভানি Jul 12, 2025
img
মেট্রোরেলের পিলারে গ্রাফিতিতে ফিরে দেখা 'জুলাই ইতিহাস' Jul 12, 2025
img
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৩ Jul 12, 2025
img
প্রবাসীদের জন্য সুখবর দিল দক্ষিণ কোরিয়া Jul 12, 2025
img
পালিয়ে থাকা নেতারা রামপালে এসে ঘের দখল নিতে চায়: আখতার হোসেন Jul 12, 2025
img
সাকিবের জন্য দরজা সবসময় খোলা: বিসিবি Jul 12, 2025
img
ক্যাম্প ন্যু'র উদ্বোধন ঘিরে মেসিকে নিয়ে গুঞ্জন! Jul 12, 2025
img
অন্যের রাজনৈতিক এজেন্ডার ফাঁদে পা দেবেন না: সালমান মুক্তাদির Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারী গ্রেফতার হয়নি কেনো? প্রশ্ন তারেক রহমানের Jul 12, 2025
img
পিএসসি সংস্কারে ১১ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম চাকরি প্রত্যাশীদের Jul 12, 2025
img
আইএসএল স্থগিত করল ভারতের ফুটবল ফেডারেশন Jul 12, 2025
img
হত্যাকারী যে-ই হোক তাকে শাস্তির মুখোমুখি করতে হবে : আমিনুল হক Jul 12, 2025
img
সরকার কেন এসব ঘটনা ও নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের Jul 12, 2025
img
টেনিস কোর্টে পার্টনার হিসেবে ধোনিকে চাইলেন সুর্যকুমার Jul 12, 2025
img
বিএনপিতে চাঁদাবাজদের জন্য কোনো জায়গা নেই: দুলু Jul 12, 2025
অগণতান্ত্রিক চক্রান্তে সতর্ক থাকার বার্তা যুবদল সভাপতির Jul 12, 2025
img
শহীদ ইয়ামিনকে হত্যার আগে গুলি করা পুলিশ সদস্য গ্রেফতার Jul 12, 2025
img
রাশিয়া নিয়ে সোমবার ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ দেবেন ট্রাম্প Jul 12, 2025