এবার স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়ল

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে সোনার দাম। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুণতে হচ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।

এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে ১ লাখ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল ৯৫ হাজার টাকা।

এছাড়া স্মারক রৌপ্য মুদ্রার দাম এক হাজার টাকা বা‌ড়ি‌য়ে ৬ হাজার টাকা হ‌য়ে‌ছে। নতুন এ দাম বুধবার (২৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণের তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) গুলো প্রতিটির ৯৫ হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দেয়। যা ২৩ নভেম্বর থেকে কার্যকর হয়।

এছাড়া বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এর মধ্যে আছে, বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী-১৯৯৬, বাংলাদেশ ব্যাংক রজত জয়ন্তী-১৯৯৬, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮ বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী, ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-বাংলাদেশ ২০১১, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১ এবং বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির মুদ্রা রয়েছে। এসব রুপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম ৬ হাজার টাকা।

এদিকে গত ২৩ ডি‌সেম্বর সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা ২৪ ডি‌সেম্বর থেকে এটি কার্যকর হয়। ওই মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫ হাজার ৬৯৯ টাকা।

Share this news on:

সর্বশেষ

img
ফের উৎপাদনে ফিরছে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র Nov 29, 2024
img
ইসকনের নামে আ.লীগ নতুন করে আসার চেষ্টা করছে:হেফাজতে ইসলাম Nov 29, 2024
img
পলিথিনের ব্যবহার অনেকটা কমে এসেছে:পরিবেশ মন্ত্রণালয় Nov 29, 2024
img
গত ৩ নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন: বদিউল আলম Nov 29, 2024
img
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:গুগল ম্যাপসের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক চরমে,দায় এড়াতে পারে কী সরকারি সংস্থা Nov 29, 2024
img
ভয়েস অব আমেরিকার জরিপ:সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে,মনে করেন ৬৪ শতাংশ মানুষ Nov 29, 2024
img
পরীমণির নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা Nov 29, 2024
img
শীতকালীন সবজিতে বাজার সয়লাব হলেও দাম চড়া Nov 29, 2024
img
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার কী পরিস্থিতি Nov 29, 2024
img
সন্ধ্যা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায় Nov 29, 2024