কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রিদুয়ান, বক্কর, জয়নাল ও মহিউদ্দিন। আহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।