মানুষ বিশ্বাস করে আ.লীগ ক্ষমতায় থাকলে তাদের ভাগ্য পরিবর্তন হয়: প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয় অর্জন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের ভাগ্য পরিবর্তন হয়।

বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় একথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ।

৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে জয়ের পর এটিই আওয়ামী লীগের প্রথম জনসভা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি।

বুধবার বিকাল ৪টার দিকে মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

জনসভায় যোগ দিতে দুপুর দেড়টার পর থেকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে থাকেন। একসময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার দুঃখ লাগে যখন বঙ্গবন্ধুকে হত্যা করার পর মিলেটারি ডিক্টেটররা ক্ষমতা দখল করে তখন তারা (গণতন্ত্র নিয়ে সোচ্চার ব্যক্তিরা) কিছু বলেনি। জিয়াউর রহমানের অবৈধভাবে ক্ষমতা দখল নিয়ে যারা কথা বলেনি তারাই এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে। যখন দেশের গণতান্ত্রিক ধারা বজায় রেখে নির্বাচন করা হয়েছে তা নিয়ে কথা বলে। কিছু মানুষ চায় অনির্বাচিত সরকার আসুক। আমার বাবা-মাকে যখন হত্যা করা হয় তখন বিচার চাওয়ার অধিকারটুকুও ছিল না।

তিনি বলেন, আমি দেশে ফিরে প্রতিজ্ঞা করেছিলাম দেশের মানুষের জন্য কাজ করব। সেই লক্ষ্য নিয়ে কাজ করব। দেশের মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের ভাগ্য পরিবর্তন হয়। বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে পারবে না।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নাই।

সদ্যসমাপ্ত নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এবার কেউ বলতে পারবে না রাতে ভোট হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার তাদের কাছে ফিরিয়ে দিয়েছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ যখন বিশ্বে রোল মডেল তখন একটি মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। দেশের উন্নয়ন একটি মহলের ভালো লাগে না। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের অগ্রযাত্রা অব্যাহত হচ্ছে।

দেশে ও জাতির জন্য বঙ্গবন্ধুর ত্যাগ ও অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান থেকে মুক্তি পেয়ে সরাসরি বাংলাদেশে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির ভাগ্য গড়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন। বাংলাদেশের মানুষের কোনো কিছু ছিল না। সেই জাতির জন্য, তাদের ভাগ্য গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন উৎসর্গ করেন। অনেক সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেন। এ দেশে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার কোনো কিছু ছিল না। প্রায় ৮০ থেকে ৯০ ভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচের বাস করত। একবেলা খাবার পেত না, দিনের পর দিন না খেয়ে তাদের জীবন কাটাতে হয়েছে। সেই মানুষদের মুক্তির জন্য অনেক ত্যাগ স্বীকার করেতে হয়েছিল তাকে।

Share this news on:

সর্বশেষ

img
বিবেক বিবর্জিত কথা বলে তারেক রহমানের ইমেজকে নষ্ট করা যাবে না : আবুল খায়ের ভূঁইয়া Jul 17, 2025
img
গোপালগঞ্জে চলছে ২২ ঘণ্টার কারফিউ, পরিস্থিতি থমথমে Jul 17, 2025
img
গোপালগঞ্জের সব প্রশাসনকে বাধ্যতামূলক অবসর নিতে হবে : জামায়াত নেতা হাফিজ Jul 17, 2025
img
আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি Jul 17, 2025
img
ঢাকায় বৃষ্টির আভাস, মেঘলা থাকবে আকাশ Jul 17, 2025
img
গ্রিসের মাইগ্রেশন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Jul 17, 2025
img
চলতি বছরে ডিএসইতে প্রথমবার লেনদেনের পরিমাণ ছাড়ালো ৭০০ কোটি টাকা Jul 17, 2025
img
রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক Jul 17, 2025
img
যুবদল নেতার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিলেন বিএনপি নেতা Jul 17, 2025
img
বিপিএমসিএ’র প্রথম নির্বাচিত সভাপতি ডা. শেখ মহিউদ্দীন Jul 17, 2025
img
ক্যাটরিনাকে হেয় করতে ভিডিওটি প্রকাশ করিনি : জেরিন খান Jul 17, 2025
img
গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের Jul 17, 2025
img
দুপুরের মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঝড়ের আভাস Jul 17, 2025
ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে গোপালগঞ্জ Jul 17, 2025
img
এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদ বাসদের Jul 17, 2025
img
দাম্পত্য জীবন মোটেই সুখের নয়, কিরণকে অনেক কষ্ট দিয়েছি : অনুপম খের Jul 17, 2025
img
বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ কারিগরি কমিটি ইসির Jul 17, 2025
img
দুই মাসের মধ্যে সকল প্রতিষ্ঠানে কমিটি দেবে ছাত্রদল : নাছির Jul 17, 2025
img
এনসিপির ওপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না : এবিএম মোশাররফ Jul 17, 2025
img
জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল নিউজিল্যান্ড Jul 17, 2025