কোনও খারাপ উদ্দেশ্য নয়, শুধুমাত্র ফ্যান গার্ল মোমেন্ট শেয়ার করতে চেয়েছিলেন। কিন্তু নেটপাড়ায় সবকিছুই থাকে আতসকাঁচের নিচে। ফলে অভিনেত্রী জেরিন খানের পুরোনো একটি ভিডিও ঘিরে কটাক্ষের মুখে পড়েছেন ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে ঘিরে একের পর এক খারাপ মন্তব্য ধেয়ে আসছে। অবশেষে বিতর্ক থামাতে মুখ খুললেন জেরিন নিজেই।
সম্প্রতি জেরিন খান তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পুরনো দিনের ভিডিও শেয়ার করেন। তখনও তিনি বিনোদন ইন্ডাস্ট্রিতে পা রাখেননি। সেই সময় তোলা এক ‘ফ্যান গার্ল মোমেন্ট’ শেয়ার করে নস্টালজিক হয়ে পড়েন। ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অটোগ্রাফ নিচ্ছেন জেরিন। তার চোখে-মুখে অদ্ভুত আনন্দের হাসি।
কিন্তু ভিডিওতে ক্যাটরিনার মুখের অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকের মতে, যেভাবে ক্যাটরিনা অটোগ্রাফ দিয়েছেন, তাতে তার মুখের ভঙ্গিমা মোটেও সৌজন্যমূলক ছিল না। এই নিয়েই ট্রোলের মুখে পড়তে হয়েছে ক্যাটরিনাকে। মজার বিষয়, সেই সময় ক্যাটরিনার সঙ্গে সালমান খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল, এবং একই সময়ে সালমানের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন জেরিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন জেরিন। তিনি বলেন, “এই ধরনের বিতর্ক সত্যিই মন খারাপ করে দেয়। আমি এই ভিডিও পোস্ট করেছিলাম কারণ এতে আমার ভালো স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু মানুষ নোংরা জিনিস পছন্দ করে, আর সেটাই করেছে।”
তিনি আরও বলেন, “ভিডিওতে আমি বোকার মতো হেসেছি। ক্যাটরিনা সেই সময় সুপারস্টার ছিলেন। তখন তারকাদের কাছে যাওয়া সহজ বিষয় ছিল না। ফলে বিশেষ বন্ধুর মতো কোনো ট্রিটমেন্ট আশা করাও ঠিক নয়। আমি ক্যাটরিনার বড় অনুরাগী ছিলাম। উনি ছিলেন বিশাল বড় তারকা। নিশ্চয়ই ক্যাটরিনার মাথায়-মনে এমন কিছু চলছিল যা আমরা জানতাম না। একমাত্র বাইরের লোকেরাই তাঁর অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু আমার কাছে সেটি স্পেশাল মোমেন্ট ছিল। যদি ক্যাটরিনা ট্রোলড হয়ে থাকেন, আমিও হয়েছি।”
ভিডিওটি বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যে পোস্ট করার অভিযোগও উঠেছে জেরিনের বিরুদ্ধে। এ প্রসঙ্গে জেরিন বলেন, “আমি কখনোই এমন কিছু করতে পারি না। আমি খারাপ মানুষ নই। যদি হতাম, তাহলে হয়তো আরও সফল হতাম। তার মনে হয়তো আরও ৫০টি বিষয় ছিল। হতে পারে তিনি অনেক অটোগ্রাফ দিয়ে ফেলেছিলেন। কে জানে? ব্যক্তিগত সমস্যার কারণে কারও মেজাজ সবসময় ভালো নাও থাকতে পারে। আমার মনে হয় না, এর মধ্যে কোনো নেতিবাচক কিছু ছিল।”
জেরিন আরও জানিয়েছেন, ‘ক্যাটরিনার সঙ্গে আমাকে তুলনা করায় দুঃখিত, কারণ কেউ কখনো কারও ছায়ায় থাকতে পারে না। তবে কেউ যদি তুলনাও করে, আমি সেটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করি। ক্যাটরিনা অত্যন্ত সুন্দরী এবং সেই সময়ের ভিডিও আমার জন্য বিশেষ ছিল।’
পিএ/টিএ