আন্দামান দ্বীপে দুই ঘণ্টায় ৯ বার ভূমিকম্প

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুই ঘণ্টায় নয় বার ভূমিকম্প হয়েছে। তবে কম্পনের তীব্রতা ছিল মাঝারি। রিখটার স্কেলে ৪.৭ থেকে ৫.২-এর মধ্যে। তাই ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

সোমবার সকালের ঘটনা। স্থানীয় সময় ভোর ৫টা ১৪ মিনিটে ৪.৯ তীব্রতায় প্রথমবার কেঁপে ওঠে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তার কয়েক মিনিটের মধ্যে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। সে বার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫।

সব মিলিয়ে মোট নয় বার ভূমিকম্প হয় সেখানে। সকালে ৬টা বেজে ৫৪ মিনিটে শেষ বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.২। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আনন্দবাজার জানায়, এমনিতে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দিনে  দু’-তিনবার ভূমিকম্প নতুন কিছু নয় সেখানে। তবে মাত্র দু’ঘণ্টায় নয় বার ভূমিকম্প এই প্রথম।

এর আগে, গত ২৩ মার্চ ৫.১ তীব্রতায় কেঁপে উঠেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তার আগে ১৩ ফেব্রুয়ারিও ভূমিকম্প হয় সেখানে। সে বার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫।

 

 

টাইমস/এসআই

Share this news on: