জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে নতুন জোট 'গণঐক্য' আত্মপ্রকাশ করেছে।
জোটের একমাত্র শরিক বাংলাদেশ মুসলিম লীগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই জোট হারিকেন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
ঐক্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ঐক্যের মহাসচিব হিসেবে থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএমের যুগ্মমহাসচিব মোমিনুল আমিন।
ববি হাজ্জাজ বলেন, গণঐক্য নির্বাচনে লড়াইয়ের জন্য শতাধিক আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। নির্বাচনে বিজয়ী হয়ে আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা সৃষ্টি করাই হবে এই জোটের একমাত্র উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, এনডিএমের যুগ্ম মহাসচিব পারভেজ খান, দপ্তর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা প্রমুখ।