কর্ণফুলী নদীর পাড়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটি এলাকা। সেই এলাকাটি এমনিতেই সবসময় ব্যস্ততা থাকে। তবে মঙ্গলবার (১৪ মে) দুপুর থেকেই সেখানে শুরু হয়েছে অন্যরকম আয়োজন। শামিয়ানা টাঙিয়ে বসানো হয়েছে চেয়ার টেবিল, তারই সামনে বিছানো হয়েছে লাল গালিচা। এত এত আয়োজন-উৎসব সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তির পর দেশে ফেরা এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে বরণ করে নিতে।
দস্যুমক্ত হওয়ার ঠিক এক মাসের মাথায় সোমবার (১৩ মে) সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করে এমভি আবদুল্লাহ। মঙ্গলবার বিকেল চারটায় অন্য জাহাজে চড়ে ২৩ নাবিকের বন্দরনগরীর মাটি ছোঁয়ার কথা। 'অকুতোভয়' নাবিকদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করেছে। বিকেল চারটায় হবে এই অনুষ্ঠান। তবে তার আগে দুপুর ২টা থেকেই অনুষ্ঠানস্থল ভরে ওঠেছে গণমাধ্যমকর্মীদের আনাগোনায়। বন্দরের কর্মীরাও অনুষ্ঠানস্থল সাজাচ্ছেন রঙ বেরঙের কাপড় উড়িয়ে।