ঘূর্ণিঝড় রিমালের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে সুন্দরবনে ঘূর্ণিঝড়টির তাণ্ডব।
গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিনে সুন্দরবন থেকে হরিণসহ কয়েকটি মৃত বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।
সবমিলিয়ে বৃহস্পতিবার (৩০ মে) সকাল পর্যন্ত হরিণ ও শূকরসহ উদ্ধার করা হয়েছে মোট ৫৬টি মৃত বন্যপ্রাণী। এরমধ্যে ৫৪টি হরিণ ও ২টি শূকর রয়েছে। বেশিরভাগই ছিল বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা কটকা অভয়ারণ্য এলাকার। মৃত বন্যপ্রাণীগুলোকে কটকা অভয়ারণ্য এলাকাতেই মাটি চাপা দেয়া হয়েছে। এ ছাড়া আরও আহত হওয়া ১৭টি হরিণকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারও বনে অবমুক্ত করা হয়েছে।