এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে তিনজন ডিবি দলের সদস্য ও একজন এনসিবির( ন্যাশাল সেন্ট্রাল ব্যুর) সদস্যসহ মোট ৪ জনের একটি প্রতিনিধি দল নেপাল যাচ্ছেন।
শনিবার (১ জুন) সকালে একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। এ সময় তিনি বলেন, সিয়ামের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত নই। নেপালে কোনো আসামি আছে কি না, জানতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান বলেন, ‘এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকেই নেপালের কাঠমুন্ডুতে অবস্থান করছেন, সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছে তার দল।’
হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তরাজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে গ্রেপ্তারের কথা শুনেছেন বলেন জানান তিনি।