ঠাকুরগাঁওয়ে ঝড়ে লন্ডভন্ড ২০ গ্রাম, নিহত ৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫ মিনিটের ঝড়-বৃষ্টিতে তিনজনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে দুই নারী এবং বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

দুই ইউনিয়নের ২০টি গ্রাম ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। কাঁচা বাড়িঘরের টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪০), একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম (৫০) এবং একই উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাঈম।

পইনুল ইসলাম বলেন, সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। সেখানে থাকা অবস্থায় ঝড় শুরু হয়। বাড়িতে ছুটে এসে স্ত্রীকে খুঁজে না পেয়ে ডাকাডাকি শুরু করি। পরে বারান্দায় পড়া টিন ও ছাউনি সরিয়ে দেখি নিচে চাপা পড়ে আছে। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা ঝড়ের সময় তাদের ঘরের বারান্দায় মারা যান। দবিরুল ইসলাম জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঝড়ের সময় ভয়ে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করছেন তারা।

একই সময়ে হওয়া ঝড়ের পর উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশের গর্তে জমা বৃষ্টির পানিতে পড়ে নাইম নামে এক শিশু মারা যায়। নাইমের বাবা নাজমুল ইসলাম জানান, খেলতে গিয়ে তার ছেলে গর্তে পড়ে যায়।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গভিটা, লোহাড়া, বামুনিয়াসহ ১২টি গ্রাম, বড়বাড়ি ইউনিয়নের বেলহাড়া, বেলবাড়ী, বটের হাট, হরিপুরসহ আটটি গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়েছে ঘরের ওপর।

বড়বাড়ী ইউনিয়নের আধারদিঘি বাজারে পাঁচটি দোকান ও দুটি হোটেলের ওপর গাছ ভেঙে পড়েছে। ঘরের টিন নষ্টসহ সার, কীটনাশক ও সিমেন্ট ব্যবসায়ীদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আধারদীঘি বাজারের ব্যবসায়ী হাসান আলী জানান, বাজারে শতবর্ষী কিছু আমগাছ ছিল। ১৫ মিনিটের ঝড়ে সেই গাছের বড় ডাল ভেঙে পড়েছে দোকানের ওপর। এতে দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, ঝড়ে তাদের স্কুলের হল রুমের টিনের ছাউনি মাঠে এসে পড়েছে। বৈদ্যুতিক খুঁটির ওপর বিদ্যালয়টির প্রবেশ দ্বারে গাছ ভেঙে পড়েছে।

এদিকে বড়বাড়ি ইউনিয়নের আধারদীঘি থেকে হরিণমারী যাওয়ার রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ আছে। কয়েকজনকে গাছ কেটে সরিয়ে রাস্তা স্বাভাবিক করতে দেখা গেছে।

পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ঝড়ে ৪০টিরও বেশি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে। বালিয়াডাঙ্গী বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাকি সব এলাকায় বিদ্যুৎ বন্ধ। সকাল থেকে আমাদের লোকজন মাঠে কাজ করছে।

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল বলেন, ঝড়ে মরিচ, বোরো ধান, পটলসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায়ে খোঁজ-খবর নিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার বলেন, ইউপি চেয়ারম্যান এবং আমাদের লোকজন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছেন।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন ঝড়ে তিনজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

Share this news on:

সর্বশেষ

img
‘মাধরাশি’ ও ‘লিটল হার্টস’ এবার আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে Oct 03, 2025
img
৯ রানে ৬ উইকেটের পরও টেনশনে ছিলেন না জাকের! Oct 03, 2025
img
কুমার শানুর বিরুদ্ধে সাবেক স্ত্রীর গুরুতর অভিযোগ, শানুর আইনি নোটিশ Oct 03, 2025
img
জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরে Oct 03, 2025
img
জুনে চুক্তি অনুযায়ী চরিত্রে পূর্ণতা বজায় রাখছেন দীপিকা Oct 03, 2025
img
ট্রাম্পের শুল্ক নীতির পর এবার ভারত সফরে পুতিন Oct 03, 2025
img
রাজেশ খন্নার নাতনি নাওমিকাকে দেখা যাবে নতুন জুটিতে Oct 03, 2025
img
বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে কঠিন পরীক্ষার সামনে জার্মানি Oct 03, 2025
img
এআই অভিনেত্রীর আত্মপ্রকাশে হলিউড শিল্পী সংগঠনের নিন্দা Oct 03, 2025
img
সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে : পুতিন Oct 03, 2025
img
‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির সঙ্গে দিশা পাটানি Oct 03, 2025
img
খাগড়াছড়িতে সওজের জমি দখল করে অফিসঘর নির্মাণ Oct 03, 2025
img
একাধিক ইস্যুতে কড়া বার্তা দিলেন পুতিন Oct 03, 2025
img
রুক্মিণীর রহস্যময় উত্তরেই জোরালো হলো ‘ড্রাগন’ ছবির গুঞ্জন Oct 03, 2025
img
খোলামেলা মন্তব্য করে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী মেমুনা কুদ্দুস Oct 03, 2025
img
রাম চরণের নতুন ছবি ‘পেড্ডি’ নিয়ে উচ্ছ্বসিত জাহ্নবী কাপুর Oct 03, 2025
img
দুর্গাপূজায় কন্যা আদিরাকে না আনার কারণ জানালেন রানি মুখোপাধ্যায় Oct 03, 2025
img
হাসিনাকে ফেরাতে ড. ইউনূস এবং তার সরকার যা যা করার তাই করছে : মাসুদ কামাল Oct 03, 2025
img
পূজা মণ্ডপে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের Oct 03, 2025
img
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ২ দিন নৌযান চলাচল বন্ধ Oct 03, 2025