বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে নিয়োগের নিশ্চয়তা চায় আমিরাত

উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকদের চাকরি নিশ্চিত হওয়ার পরই কেবল ভিসা ইস্যু করা হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। আজ বৃহস্পতিবার (১৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল-হুমুদি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, তাদের জন্য এরইমধ্যে দেশটিতে চাকরির ব্যবস্থা আছে কি না নিশ্চিত হওয়ার পর তারা বাংলাদেশ থেকে জনশক্তি নেবে।’ অবৈধ অভিবাসীদের বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত একমত হয়েছেন বলে জানান তিনি।

প্রেস সচিব আরও বলেন, ‘উভয় দেশ এ বিষয়ে আরও সচেতন হওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে।’ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, বিনিয়োগসহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার নতুন পথ খুঁজে বের করতে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রী শিগগিরই ঢাকা সফর করবেন। সাক্ষাতের সময় রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত বিস্তৃত ও গভীর সম্পর্ক রয়েছে, তবে আমরা এটিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।’

নাঈমুল ইসলাম খান আরও উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি মাসে প্রায় ২০ হাজার অভিবাসী সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস প্রতিদিন প্রায় এক হাজার ভিসা ইস্যু করছে যার মধ্যে ৫০০ জন সরাসরি বাকি ৫০০ জন এজেন্টের মাধ্যমে।

বিনিয়োগের বিষয়ে আলোচনার সময় সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। কন্টেইনার টার্মিনাল নির্মাণসহ বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন দেশটির রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, সব সেক্টরে সবকিছু গতি বাড়াতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, ‘আমরা প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য সবকিছু করছি।’

রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলকে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) সরবরাহের প্রস্তাব দিয়েছে। মূল্য নিয়ে আলোচনায় প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিনের কাছে পাঠিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো এবং অন্যান্য দেশ এখন এয়ারলাইন্সগুলোকে ভ্রমণের আগে তাদের যাত্রীদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বাধ্য করে। এটি অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন (এপিআই) নামে পরিচিত।

অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা (সিবিপি) দ্বারা প্রতিষ্ঠিত একটি বৈদ্যুতিক ডেটা ইন্টারচেঞ্জ সিস্টেম। ২০০৯ সালের মে থেকে শুরু করে, বেসরকারি বিমান পাইলটদেরও সিবিপিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হয়। ২০০৮ সালের ডিসেম্বরে ১৮০ দিনের ‘স্বেচ্ছায় সম্মতির সময়কাল’ সহ এই নীতিমালা কার্যকর করা হয়েছিল।

সাক্ষাতে প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।

Share this news on:

সর্বশেষ

img
সতীর্থ হিসেবে বিদেশি তারকারাও এখন সাকিব-তাসকিনদের দলে Oct 02, 2025
img
নারী সাংবাদিককে হেনস্তা, ২ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা Oct 02, 2025
img
আ.লীগ হিন্দু ধর্মালম্বীদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করত: তথ্য উপদেষ্টা Oct 02, 2025
img
বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার ৩০টি নৌযান Oct 02, 2025
img
পুরুষরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে কোনো যুদ্ধই থাকত না : রানি মুখার্জি Oct 02, 2025
img
টানা বৃষ্টিতে ঢাকায় খানিকটা স্বস্তি, কমেছে বায়ু দূষণ Oct 02, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, হাত না মেলানোর নির্দেশ বিসিসিআইয়ের Oct 02, 2025
img
বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, সম্পদ ৫০০ বিলিয়ন ছাড়াল Oct 02, 2025
img
নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে: দুদু Oct 02, 2025
img
মাঝরাতে কালুর আদরের শেষ নেই : স্বস্তিকা Oct 02, 2025
img
আসিফকে শুভেচ্ছা জানিয়ে স্ত্রী মিতুর বার্তা Oct 02, 2025
img
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা Oct 02, 2025
img
দেউলিয়াত্ব ঠেকাতে 'রাকাবকে' ২ হাজার কোটি টাকার ঋণ Oct 02, 2025
img
আমাদের বড় পরিচয় আমরা মানুষ : শামা ওবায়েদ Oct 02, 2025
img
অসুস্থতা কাটিয়ে জাতীয় দলের কোচের অনুশীলনে ফেরার আগ্রহ Oct 02, 2025
img
সাত জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাস Oct 02, 2025
img
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, তালিকায় ৩৮ প্রতিষ্ঠান ও ব্যক্তি Oct 02, 2025
img
চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় পেল আর্সেনাল Oct 02, 2025
img
ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Oct 02, 2025
img
সিআইডির অনুসন্ধানে উন্মোচিত ৬০৮ কোটি টাকার অর্থপাচার Oct 02, 2025