ঈদযাত্রা : ডিএমপির ট্রাফিক বিভাগের ২২ নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ২২টি নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে এসব নির্দেশনার কথা জানানো হয়।

ট্রাফিক নির্দেশনাসমূহ-

১. ঢাকা মহানগরে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস টার্মিনালের বাইরে কোনো পরিবহনই সড়কে থেমে যাত্রী ওঠাবে না। যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসন নিতে পারেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে।

২. ঢাকা মহানগরে দূরপাল্লা ও আন্তঃজেলার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না।

৩. ঢাকা মহানগর থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে বিরত থাকতে হবে।

8. আন্তঃজেলা পরিবহনের যাত্রী কিংবা গমনপ্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা না করে বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করার জন্য আহ্বান জানানো হলো।

৫. ঢাকা মহানগর থেকে দূরপাল্লার ফিটনেসবিহীন ও রুট পারমিটবিহীন বাস বা অননুমোদিত রুটের কোনো বাস চলাচল করবে না। বাসের সঙ্গে সংশ্লিষ্ট সবাই বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন।

৬. বাসের ভেতর যাত্রীদের অপরিচিত কারো কাছ থেকে কিছু না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

৭. সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট বহন করবেন।

৮. আন্তঃজেলা ট্রেনের গুরুত্বপূর্ণ স্টেশন, যেমন বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, বনানী, তেজগাঁও, কমলাপুর ইত্যাদি স্টেশনে এবং স্টেশন থেকে যাত্রীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়ে ডিএমপি ট্রাফিক বিভাগ সচেষ্ট থাকবে।

৯. ঈদ উপলক্ষে লঞ্চ টার্মিনালকেন্দ্রিক যানজট যেন সৃষ্টি না হয়, সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

১০. যাত্রীরা মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবেন।

১১. কোনো যানবাহনই ছাদের ওপর যাত্রী বহন করবে না।

১২. যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকরা এমন কোন অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না যেন সড়কের শৃঙ্খলা বিঘ্ন ঘটে এবং জীবনহানির শঙ্কা থাকে।

১৩. টার্মিনালভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে।

১৪. মোটরসাইকেল চালক এবং আরোহীরা যেন সর্বদা হেলমেট পরিধান করেন এবং গতিসীমা মেনে চলাচল করেন, বিষয়টি ট্রাফিক পুলিশ নিশ্চিত করবে।

১৫. অনেক সময় টার্মিনাল বা আশেপাশের ফাঁকা জায়গায় খালি ট্রাক বা পিকআপ যত্রতত্র যাত্রী তুলে দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রয়াস চালায়। ডিএমপির ট্রাফিক বিভাগ এ বিষয়ে অতীতেও সোচ্চার ছিল এবং সবসময় থাকবে।

১৬. ঈদ উপলক্ষে অতিরিক্ত লাভের আশায় রুট পারমিটবিহীন বা অনুমোদনবিহীন আন্তঃজেলা গণপরিবহনগুলো যেন ঢাকা মহানগরের অভ্যন্তরে যত্রতত্র না চলে, বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মালিক বা শ্রমিক প্রতিনিধির সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত আছে।

১৭. পবিত্র ঈদুল আজহায় ঢাকা মহানগর থেকে বাইরে এবং বাইরে থেকে ঢাকা মহানগরে জনসাধারণের আসা-যাওয়া অব্যাহত থাকে। এজন্য মহানগরের প্রবেশ-প্রস্থান পয়েন্টে যেন কোনো যানজট তৈরি না হয়, সে লক্ষ্যে প্রতিটি পয়েন্টে হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট জেলা ও মহানগর পুলিশের সঙ্গে ডিএমপির ট্রাফিক পুলিশের শক্তিশালী সমন্বয় থাকবে।

১৮ পশুবাহী গাড়ি অবশ্যই সিটি করপোরেশনের অনুমোদিত হাটের ভেতর লোড-আনলোড করতে হবে। কোনোক্রমেই হাটের বাইরে অথবা রাস্তায় লোড-আনলোড করা যাবে না।

১৯. গরুর হাটকেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি করপোরেশন, হাট ইজারাদার, পরিবহন মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

২০. কোরবানির পশুবাহী যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে, যেন কোনো হয়রানি না হয়।

২১. বাস টার্মিনাল ও গরুর হাটকেন্দ্রিক সার্ভিল্যান্স টিম গঠন থাকবে।

২২. ঈদুল আজহার সাত দিন আগে থেকে গরুর হাটকেন্দ্রিক সার্বক্ষণিক ফোর্স মোতায়েন করা হবে এবং প্রয়োজনে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।

Share this news on:

সর্বশেষ

img
রাজবাড়ীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের প্রাণহানি Oct 02, 2025
img
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন আজ Oct 02, 2025
img
বিশ্বের ধনী অভিনেতাদের শীর্ষে শাহরুখ খান Oct 02, 2025
img
বিএনপির ভেতরে কোনো বিভক্তি নেই : আবদুল আউয়াল মিন্টু Oct 02, 2025
img
দেশের বাজারে প্রতি ভরিতে স্বর্ণের নতুন দাম কত হলো? Oct 02, 2025
img
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কড়া বার্তা Oct 02, 2025
img
গাজাগামী নৌযান আটক, ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিলো কলম্বিয়া Oct 02, 2025
img
দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করল অস্ট্রেলিয়া Oct 02, 2025
img
যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ প্রাণ গেল ২ জনের Oct 02, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

হলান্ডের জোড়া গোল, মোনাকোর মাঠে সিটির হোঁচট Oct 02, 2025
img
এশিয়া কাপ ট্রফি আমার কাছ থেকে নিতে হবে, ভারতকে মহসিন নাকভি Oct 02, 2025
img
এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মান্না Oct 02, 2025
img
ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম Oct 02, 2025
img
ইসরায়েলি বাহিনীর হাতে আটক জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ Oct 02, 2025
img
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক Oct 02, 2025
img
চোটের কারণে চেলসির বিপক্ষে আলিসনকে পাচ্ছে না লিভারপুল Oct 02, 2025
img
ব্রাজিল দলে ফিরেছেন ভিনিসিউস ও রদ্রিগো, নেই গোলরক্ষক আলিসন Oct 02, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

শেষ মুহূর্তের গোলে বার্সেলোনাকে ২-১ গোলে হারাল পিএসজি Oct 02, 2025
img
৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা Oct 02, 2025
img
আলমা নামের জাহাজে ইসরায়েলি আক্রমণ হয়েছে : শহিদুল আলম Oct 02, 2025