শিশুর গলায় ফলের বীজ আটকে গেলে করণীয়

শিশুদের একটি স্বাভাবিক অভ্যাস তারা দুই থেকে ৩ মাসের পর যা সামনে পায় তাই মুখে দেয়। ফলে অনেক সময় বড় দুর্ঘটনার শিকার হয় শিশুরা। শ্বাসনালিতে হঠাৎ ফলের বীজ বা কোনো বস্তু আটকে গিয়ে বড় দুর্ঘটনায় শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষ করে মৌসুমি ফলের সময় এরকম দুর্ঘটনা বেশি ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফারাহ দোলা একটি সংবাদ মাধ্যমে এই বিষয়ে করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন।

যেকোনো বয়সেই গলায় কিছু আটকে সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এমনটা ঘটার শঙ্কা বেশি। শিশুদের যেসব জিনিস গলায় বেশি আটকায় সেগুলোর মধ্যে আছে বাদাম, বিভিন্ন ফলের বীজ, শুকনা ফল, খাবার বা খেলনার ভাঙা অংশ, ছোট ব্যাটারি, বোতাম, গয়না, পুঁতি, পিন, কাগজের ক্লিপ, ট্যাপ, পেরেক, মার্বেল ইত্যাদি। এখন গ্রীষ্মকাল। বাজারে আম, জাম, লিচু, কাঁঠালের সমারোহ। লোভনীয় রসালো এসব ফলে ফল আছে ছোট বীজ। প্রতিবছরই দেখা যায়, এ সময় গলায় বীজ আটকে অনেক শিশু দুর্ঘটনায় পড়ে। অনেক বাবা–মা শিশুকে নিয়ে হাসপাতালে আসেন। তাই কিছুটা সাবধান থাকলে এই দুর্ঘটনা কমানো সম্ভব।

সাধারণত গলায় কিছু আটকে গেলে কফ রিফ্লেক্সের মাধ্যমে মানুষ সেটা বের করে দেয়ার চেষ্টা করে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এই রিফ্লেক্সগুলো পরিণত থাকে না। যার কারণে তারা গলায় আটকে থাকা ফলের বীজ সহজে বের করে দিতে পারে না। শ্বাসনালির মুখে খাবার বা ফলের বীজ আটকে গেলে ফুসফুসে অক্সিজেন চলাচল বিঘ্নিত হয়। এজন্য শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। কখনো কখনো সম্পূর্ণ বন্ধও হয়ে যেতে পারে। হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দিলে শিশুর দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

শিশুর গলায় কোনো ফলের বীজ আটকে গেলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। ৭-১২ মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করতে না পারলে শিশুকে বাঁচানো কঠিন হয়ে যেতে পারে। শ্বাসনালিতে কিছু আটকে গেলে শিশুর শ্বাসকষ্ট, কাশি, বমি বমি ভাব, কথা বলতে কষ্ট হওয়া, এমনকি শিশু নীল হয়ে যেতে পারে।

করণীয়

১. শিশুর গলায় খাবার বা বীজ আটকালে তাৎক্ষণিকভাবে পেছন থেকে জড়িয়ে দুই হাত দিয়ে পেটের ওপরের দিকে জোরে জোরে চাপ দিন, এতে আটকে যাওয়া বস্তু বা খাবার দ্রুত বের হয়ে আসতে পারে।

২. খুব ছোট শিশু হলে তাকে কোলে নিয়ে হাতের ওপর উপুড় করে পিঠে চাপড় দিতে হবে। এই পদ্ধতিকে বলে ‘হেইমলিচ ম্যানোভার’। এতেও আটকে থাকা ফলের বীজ বের হয়ে যেতে পারে।

৩. কখনোই পানি বা গলায় হাত দিয়ে বীজ বের করার চেষ্টা করা উচিত নয়। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে। বীজ বের না হওয়া বা হাসপাতালে চিকিৎসা না শুরু হওয়া পর্যন্ত ‘হেইমলিচ ম্যানোভার’ চালিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে, শিশু অজ্ঞান বা নিস্তেজ হয়ে যাচ্ছে কি না, হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দিচ্ছে কি না।

৪. এসব ক্ষেত্রে দ্রুত সিপিআর শুরু করতে পারলে শিশুর জীবন বাঁচানোর ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে।

৫. স্কুল, কলেজ, রেস্তোরাঁ, পাড়ার ক্লাব মেম্বার আর অ্যাম্বুলেন্সের কর্মীদের সিপিআর প্রশিক্ষণ থাকলে বিভিন্ন ক্ষেত্রে সেটা জীবন বাঁচাতে পারে।

শিশুর গলায় যাতে ফলের বীজ আটকে না যায়, তাই বীজ বাদ দিয়ে ফল খেতে দেয়া যেতে পারে। বড়দের তত্ত্বাবধানে খেতে দেওয়াই ভালো। অন্যদিক ফল খেয়ে বীজ যেখানে–সেখানে বীজ ফেলা থেকে বিরত থাকতে হবে। দুর্ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Share this news on:

সর্বশেষ

img
সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু Dec 27, 2025
img
২৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে আলোচিত কী ঘটেছিল? Dec 27, 2025
img
নাইজেরিয়ায় মার্কিন হামলাকে ‘বড়দিনের উপহার’ বললেন ট্রাম্প Dec 27, 2025
img
ডোগুর গোলে জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড Dec 27, 2025
img

শান্তি প্রক্রিয়ায় বাধা

নেতানিয়াহুর পদক্ষেপে হতাশ যুক্তরাষ্ট্র Dec 27, 2025
img
টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, অতিরিক্ত হোটেল ভাড়া বাড়ার অভিযোগ Dec 27, 2025
img
কক্সবাজারে তিন আসনে প্রার্থী দিল জাতীয় পার্টি Dec 27, 2025
img
পারিবারিক গল্পে আবুল হায়াত-ডলি জহুরের চমক Dec 27, 2025
img
যুক্তরাষ্ট্রে তিন অঙ্গরাজ্যে তীব্র তুষারঝড়, জরুরি অবস্থা জারি Dec 27, 2025
img
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের ১৫ বছরের কারাদণ্ড Dec 27, 2025
img
আজ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, যাবেন পঙ্গু হাসপাতালেও Dec 27, 2025
img
জয়ের পর ৪ বিদেশি খেলানোর অপেক্ষায় চট্টগ্রামের অধিনায়ক Dec 27, 2025
img
আজ বলিউডের সুপারস্টার-ভাইজান খ্যাত সালমান খানের জন্মদিন Dec 27, 2025
img
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম Dec 27, 2025
img
পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা Dec 27, 2025
img
আসন্ন নির্বাচনে এককভাবে লড়বে জেএসডি Dec 27, 2025
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, শীতে বিপর্যস্ত জনজীবন Dec 27, 2025
img
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন Dec 27, 2025
img
শান্তি চুক্তি চূড়ান্ত করতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি Dec 27, 2025
img
কুয়াশার চাদরে মোড়া রাজধানী Dec 27, 2025