শিশুর গলায় ফলের বীজ আটকে গেলে করণীয়

শিশুদের একটি স্বাভাবিক অভ্যাস তারা দুই থেকে ৩ মাসের পর যা সামনে পায় তাই মুখে দেয়। ফলে অনেক সময় বড় দুর্ঘটনার শিকার হয় শিশুরা। শ্বাসনালিতে হঠাৎ ফলের বীজ বা কোনো বস্তু আটকে গিয়ে বড় দুর্ঘটনায় শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষ করে মৌসুমি ফলের সময় এরকম দুর্ঘটনা বেশি ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফারাহ দোলা একটি সংবাদ মাধ্যমে এই বিষয়ে করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন।

যেকোনো বয়সেই গলায় কিছু আটকে সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এমনটা ঘটার শঙ্কা বেশি। শিশুদের যেসব জিনিস গলায় বেশি আটকায় সেগুলোর মধ্যে আছে বাদাম, বিভিন্ন ফলের বীজ, শুকনা ফল, খাবার বা খেলনার ভাঙা অংশ, ছোট ব্যাটারি, বোতাম, গয়না, পুঁতি, পিন, কাগজের ক্লিপ, ট্যাপ, পেরেক, মার্বেল ইত্যাদি। এখন গ্রীষ্মকাল। বাজারে আম, জাম, লিচু, কাঁঠালের সমারোহ। লোভনীয় রসালো এসব ফলে ফল আছে ছোট বীজ। প্রতিবছরই দেখা যায়, এ সময় গলায় বীজ আটকে অনেক শিশু দুর্ঘটনায় পড়ে। অনেক বাবা–মা শিশুকে নিয়ে হাসপাতালে আসেন। তাই কিছুটা সাবধান থাকলে এই দুর্ঘটনা কমানো সম্ভব।

সাধারণত গলায় কিছু আটকে গেলে কফ রিফ্লেক্সের মাধ্যমে মানুষ সেটা বের করে দেয়ার চেষ্টা করে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এই রিফ্লেক্সগুলো পরিণত থাকে না। যার কারণে তারা গলায় আটকে থাকা ফলের বীজ সহজে বের করে দিতে পারে না। শ্বাসনালির মুখে খাবার বা ফলের বীজ আটকে গেলে ফুসফুসে অক্সিজেন চলাচল বিঘ্নিত হয়। এজন্য শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। কখনো কখনো সম্পূর্ণ বন্ধও হয়ে যেতে পারে। হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দিলে শিশুর দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

শিশুর গলায় কোনো ফলের বীজ আটকে গেলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। ৭-১২ মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করতে না পারলে শিশুকে বাঁচানো কঠিন হয়ে যেতে পারে। শ্বাসনালিতে কিছু আটকে গেলে শিশুর শ্বাসকষ্ট, কাশি, বমি বমি ভাব, কথা বলতে কষ্ট হওয়া, এমনকি শিশু নীল হয়ে যেতে পারে।

করণীয়

১. শিশুর গলায় খাবার বা বীজ আটকালে তাৎক্ষণিকভাবে পেছন থেকে জড়িয়ে দুই হাত দিয়ে পেটের ওপরের দিকে জোরে জোরে চাপ দিন, এতে আটকে যাওয়া বস্তু বা খাবার দ্রুত বের হয়ে আসতে পারে।

২. খুব ছোট শিশু হলে তাকে কোলে নিয়ে হাতের ওপর উপুড় করে পিঠে চাপড় দিতে হবে। এই পদ্ধতিকে বলে ‘হেইমলিচ ম্যানোভার’। এতেও আটকে থাকা ফলের বীজ বের হয়ে যেতে পারে।

৩. কখনোই পানি বা গলায় হাত দিয়ে বীজ বের করার চেষ্টা করা উচিত নয়। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে। বীজ বের না হওয়া বা হাসপাতালে চিকিৎসা না শুরু হওয়া পর্যন্ত ‘হেইমলিচ ম্যানোভার’ চালিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে, শিশু অজ্ঞান বা নিস্তেজ হয়ে যাচ্ছে কি না, হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দিচ্ছে কি না।

৪. এসব ক্ষেত্রে দ্রুত সিপিআর শুরু করতে পারলে শিশুর জীবন বাঁচানোর ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে।

৫. স্কুল, কলেজ, রেস্তোরাঁ, পাড়ার ক্লাব মেম্বার আর অ্যাম্বুলেন্সের কর্মীদের সিপিআর প্রশিক্ষণ থাকলে বিভিন্ন ক্ষেত্রে সেটা জীবন বাঁচাতে পারে।

শিশুর গলায় যাতে ফলের বীজ আটকে না যায়, তাই বীজ বাদ দিয়ে ফল খেতে দেয়া যেতে পারে। বড়দের তত্ত্বাবধানে খেতে দেওয়াই ভালো। অন্যদিক ফল খেয়ে বীজ যেখানে–সেখানে বীজ ফেলা থেকে বিরত থাকতে হবে। দুর্ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Share this news on:

সর্বশেষ

img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

হ‍্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন মিউনিখ Sep 18, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

দাপুটে পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার মিশন শুরু পিএসজির Sep 18, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারাল লিভারপুল Sep 18, 2025
অভিযোগে ফুঁসে উঠল জনতা, ভাঙচুর হলো বিএনপি অফিস Sep 18, 2025
১৭ বিয়ে ও প্রতারণার দায়ে বরিশালের বন কর্মকর্তা বরখাস্ত Sep 18, 2025
ভোট দিতে পারবেন না হাসিনাসহ শেখ পরিবারের সদস্যরা Sep 18, 2025
হ্যান্ডশেক বিতর্কে জয় পাকিস্তানের, দায়িত্ব হারালেন পাইক্রফট! Sep 18, 2025
img
মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের Sep 18, 2025
রেফারির দুটি পেনাল্টি সিদ্ধান্তেই বদলে গেল ম্যাচের রঙ Sep 18, 2025
সালমানের ‘পজেসিভনেস’ এই নাকি শেষ হয়েছিল ঐশ্বরিয়ার প্রেম! Sep 18, 2025
জেমস বন্ড লুকে ‘ডন ৩’ বাজিমাত করবেন রণবীর সিং! Sep 18, 2025
img
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের Sep 18, 2025
img
জামালপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি রিক্তা গ্রেপ্তার Sep 18, 2025
img
রাশেদ খানের জন্য সুখবর, হতে পারেন ডাকসুর জিএস Sep 18, 2025
img
পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর Sep 18, 2025
img
বরিশালে সারজিস ও হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা Sep 18, 2025
img
শাহরুখ খানের মতো আর দ্বিতীয় কাউকে পাবে না দর্শক : অনুরাগ কাশ্যপ Sep 18, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং Sep 18, 2025
img
৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের Sep 18, 2025
img
বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: দুদু Sep 18, 2025