শিশুর গলায় ফলের বীজ আটকে গেলে করণীয়

শিশুদের একটি স্বাভাবিক অভ্যাস তারা দুই থেকে ৩ মাসের পর যা সামনে পায় তাই মুখে দেয়। ফলে অনেক সময় বড় দুর্ঘটনার শিকার হয় শিশুরা। শ্বাসনালিতে হঠাৎ ফলের বীজ বা কোনো বস্তু আটকে গিয়ে বড় দুর্ঘটনায় শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষ করে মৌসুমি ফলের সময় এরকম দুর্ঘটনা বেশি ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফারাহ দোলা একটি সংবাদ মাধ্যমে এই বিষয়ে করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন।

যেকোনো বয়সেই গলায় কিছু আটকে সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এমনটা ঘটার শঙ্কা বেশি। শিশুদের যেসব জিনিস গলায় বেশি আটকায় সেগুলোর মধ্যে আছে বাদাম, বিভিন্ন ফলের বীজ, শুকনা ফল, খাবার বা খেলনার ভাঙা অংশ, ছোট ব্যাটারি, বোতাম, গয়না, পুঁতি, পিন, কাগজের ক্লিপ, ট্যাপ, পেরেক, মার্বেল ইত্যাদি। এখন গ্রীষ্মকাল। বাজারে আম, জাম, লিচু, কাঁঠালের সমারোহ। লোভনীয় রসালো এসব ফলে ফল আছে ছোট বীজ। প্রতিবছরই দেখা যায়, এ সময় গলায় বীজ আটকে অনেক শিশু দুর্ঘটনায় পড়ে। অনেক বাবা–মা শিশুকে নিয়ে হাসপাতালে আসেন। তাই কিছুটা সাবধান থাকলে এই দুর্ঘটনা কমানো সম্ভব।

সাধারণত গলায় কিছু আটকে গেলে কফ রিফ্লেক্সের মাধ্যমে মানুষ সেটা বের করে দেয়ার চেষ্টা করে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এই রিফ্লেক্সগুলো পরিণত থাকে না। যার কারণে তারা গলায় আটকে থাকা ফলের বীজ সহজে বের করে দিতে পারে না। শ্বাসনালির মুখে খাবার বা ফলের বীজ আটকে গেলে ফুসফুসে অক্সিজেন চলাচল বিঘ্নিত হয়। এজন্য শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। কখনো কখনো সম্পূর্ণ বন্ধও হয়ে যেতে পারে। হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দিলে শিশুর দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

শিশুর গলায় কোনো ফলের বীজ আটকে গেলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। ৭-১২ মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করতে না পারলে শিশুকে বাঁচানো কঠিন হয়ে যেতে পারে। শ্বাসনালিতে কিছু আটকে গেলে শিশুর শ্বাসকষ্ট, কাশি, বমি বমি ভাব, কথা বলতে কষ্ট হওয়া, এমনকি শিশু নীল হয়ে যেতে পারে।

করণীয়

১. শিশুর গলায় খাবার বা বীজ আটকালে তাৎক্ষণিকভাবে পেছন থেকে জড়িয়ে দুই হাত দিয়ে পেটের ওপরের দিকে জোরে জোরে চাপ দিন, এতে আটকে যাওয়া বস্তু বা খাবার দ্রুত বের হয়ে আসতে পারে।

২. খুব ছোট শিশু হলে তাকে কোলে নিয়ে হাতের ওপর উপুড় করে পিঠে চাপড় দিতে হবে। এই পদ্ধতিকে বলে ‘হেইমলিচ ম্যানোভার’। এতেও আটকে থাকা ফলের বীজ বের হয়ে যেতে পারে।

৩. কখনোই পানি বা গলায় হাত দিয়ে বীজ বের করার চেষ্টা করা উচিত নয়। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে। বীজ বের না হওয়া বা হাসপাতালে চিকিৎসা না শুরু হওয়া পর্যন্ত ‘হেইমলিচ ম্যানোভার’ চালিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে, শিশু অজ্ঞান বা নিস্তেজ হয়ে যাচ্ছে কি না, হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দিচ্ছে কি না।

৪. এসব ক্ষেত্রে দ্রুত সিপিআর শুরু করতে পারলে শিশুর জীবন বাঁচানোর ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে।

৫. স্কুল, কলেজ, রেস্তোরাঁ, পাড়ার ক্লাব মেম্বার আর অ্যাম্বুলেন্সের কর্মীদের সিপিআর প্রশিক্ষণ থাকলে বিভিন্ন ক্ষেত্রে সেটা জীবন বাঁচাতে পারে।

শিশুর গলায় যাতে ফলের বীজ আটকে না যায়, তাই বীজ বাদ দিয়ে ফল খেতে দেয়া যেতে পারে। বড়দের তত্ত্বাবধানে খেতে দেওয়াই ভালো। অন্যদিক ফল খেয়ে বীজ যেখানে–সেখানে বীজ ফেলা থেকে বিরত থাকতে হবে। দুর্ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Share this news on:

সর্বশেষ

img
চার বছর পর জাস্টিন বিবারের ষ্টুডিও অ্যালবাম Jul 14, 2025
img
বৃদ্ধের প্রতি ‘অসৌজন্যমূলক’ আচরণে তোপের মুখে কঙ্গনা Jul 14, 2025
img
বিদ্যুতায়িত স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও Jul 14, 2025
img
মহাত্মা গান্ধীর চরিত্রে অনুপম খের, এক বছর ধরে দূরে থেকেছেন প্রিয় সব খাবার থেকে Jul 14, 2025
img
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নিলেন ড. আক্তার হোসেন Jul 14, 2025
img
‘ইউফোরিয়া’ তারকা সিডনি সুইনি হতে পারেন নতুন বন্ড গার্ল Jul 14, 2025
img
বিজ্ঞাপনের বিয়েতে সিঁদুররাঙা প্রিয়াঙ্কা, সত্যিকারের বিয়ে এখনও বাকি Jul 14, 2025
img
ঘুমের ওষুধ খেয়ে আত্মহনন করলেন ২৬ বছর বয়সী অভিনেত্রী Jul 14, 2025
img
দেশি কোচদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক,কারণ কী? Jul 14, 2025
img
‘তোমার চুপ করে শোনা উচিত’, জয়ার কথায় থেমে গেলেন শ্বেতা Jul 14, 2025
img
হানি সিং এর ট্যাটুতে ফুটে উঠল এ আর রহমানের প্রতি গুরুভক্তি Jul 14, 2025
যে আমল করলে মানসিক শান্তি পাবেন | ইসলামিক জ্ঞান Jul 14, 2025
বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ Jul 14, 2025
"ভাঙ্গা ফোন, অদম্য ইচ্ছাশক্তি! ভোলার শাহীনের মাসে আয় লাখ টাকা!" Jul 14, 2025
img
ভালুকায় মা-শিশুসহ ৩ জনকে হত্যা, পুলিশের সন্দেহের কেন্দ্রে দেবর Jul 14, 2025
img
কলেজছাত্র হৃদয় হত্যায় ২ আসামি গ্রেফতার Jul 14, 2025
img
রিকশাচালকদের পাশে দাঁড়ালেন উপদেষ্টারা, বললেন ‘সালাম জানাই’ Jul 14, 2025
img
এখন পর্যন্ত ৪৭৭১৩ প্রবাসী বাংলাদেশি ভোটার হতে আবেদন করেছেন: এনআইডি ডিজি Jul 14, 2025
img
প্রতিনিয়ত মব চললে ছাত্রদল শান্ত থাকবে না: রাকিব Jul 14, 2025
img
আনচেলত্তিকে সম্মান জানাতে মিলানে তার ১৪ নম্বর জার্সি পরবেন মদ্রিচ! Jul 14, 2025