চড়া দাম চেয়ে মাথায় হাত বড় গরুর বেপারিদের

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন রঙ ও আকারের কোরবানির পশুতে ভরে উঠেছে হাটগুলো। প্রতিবারের মতো এবারও হাটগুলোর মূল আকর্ষণ বিভিন্ন নামের বিশালদেহী গরুগুলো। কিন্তু এবারে বড় আকারের গরু কিনতে তেমন একটা আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা; মূল কারণ চড়া দাম। এদিকে ঈদের বাকি নেই খুব বেশি সময়; মোটে দুইদিন। ফলে হাটগুলোতে ক্রেতা সমাগম বাড়তে থাকলেও দর কষাকষি চলছে ছোট আর মাঝারি সাইজের গরুগুলোকে ঘিরেই। অপরদিকে বড় গরুগুলো নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বেপারিদের কপালে। মূলত, যে অতি লাভের আশা তারা করেছিলেন এবার, ক্রেতা না পেলে লাভ তো দূরের কথা বড় ধরনের লোকসানই গুনতে হবে তাদের।

শনিবার (১৫ জুন) সকালে রাজধানীর গাবতলী গরুর হাট ঘুরে দেখা যায়, বড় গরুগুলোর খাটালের সামনে বসে অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। ক্রেতা এলেও, দাম শুনেই চলে যাচ্ছেন বেশিরভাগ। দর কষাকষি হচ্ছে সামান্যই। বরং বেশি ভিড় চোখে পড়েছে ছোট ও মাঝারি গরুগুলো ঘিরেই। সাধ্যের মধ্যে পছন্দের কোরবানির পশুটি কিনে নিতে দর কষাকষি করছেন ক্রেতারা।

প্রতি বছর এ হাটে গরু আসে উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলা থেকে। যথারীতি এবারও কুষ্টিয়া, যশোর, নড়াইল, মাগুরা, পাবনা, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে হাটে। ঈদ দুয়ারে চলে আসায় ক্রেতা সমাগমও হয়েছে বেশ। তবে এখনও সেই অর্থে জমে ওঠেনি কেনাবেচা। অথচ অন্যান্য বছরে এ সময়ে কেনাবেচা চলে পুরোদমে।

বড় গরুর ব্যবসায়ীরা বলছেন, বড় গরুর দিকে এবার তেমন আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা। দাম শুনেই চলে যাচ্ছেন অনেকে, দর কষাকষিও করছেন না। মূলত রাজধানীর বিত্তশালীরা বেশিরভাগই বিভিন্ন এগ্রো ফার্মের দিকে ঝুঁকে পড়ায় কাঙ্ক্ষিত ক্রেতা হারিয়েছেন তারা। প্রতি বছর কোরবানি ঈদে বড় গরুগুলো ঘিরেই বড় লাভের হিসাব করে থাকেন ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতার যে আকাল পড়েছে, তাতে এবার তাদের গরু আনা-নেওয়ার খরচও উঠবে কি না সন্দেহ।

অপরদিকে ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের উর্ধেগতির সঙ্গে তাল মিলিয়ে জনগণের আয়-রোজগার বাড়েনি। যেখানে নিত্য প্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হচ্ছে, সেখানে বিশালদেহী গরু কোরবানি বিলাসিতা ছাড়া কিছু নয়। তার উপর এবার দামও চাওয়া হচ্ছে অত্যধিক। গতবারের তুলনায় দ্বিগুণ দাম হাঁকছেন গরুর বেপারিরা। এমনকি দামও ছাড়তে রাজি হচ্ছেন না সহজে। তাই গতবারের তুলনায় বাজেট বাড়িয়েও এবার বড় গরুর জন্য দামাদামির সাহস করছেন না অনেকে।

আগেরদিন শুক্রবার বিকেল থেকে যতো গরুর বিক্রি হয়েছে তার বেশির ভাগই ছিল মাঝারি সাইজের। বড় গরু বিক্রি হয়েছে খুবই কম। যেগুলো বিক্রি হয়েছে, সেগুলোও কম দামে ছাড়তে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা।

হাটে কথা হয় কুষ্টিয়া থেকে আসা সুজা আহমেদ নামে এক বেপারির সঙ্গে। তিনি জানালেন, বড় সাইজের গরু এনে ধরা খেয়েছেন এবার। লাভ দরকার নেই, আসল দাম পেলেই এবার খুশি তিনি।

সিরাজগঞ্জ থেকে আসা আসলাম বেপারি বলছেন, ক্রেতাদের হাতে টাকা নেই তেমন। হাটে ঢুকেই মাঝারি গরু খুঁজছেন বেশিরভাগ ক্রেতা।

এদিকে শাহ আলম নামে এক ক্রেতা বলেন, গত তিনদিন ধরে হাটে হাটে ঘুরছেন তিনি। ব্যবসায়ীরা দাম ছাড়ছেন না। তবে মনে হচ্ছে আজ দাম ছাড়বেন তারা। বাজেটের মধ্যে পেলে আজই কিনে ফেলবেন পছন্দসই একটা গরু।

Share this news on:

সর্বশেষ

img
বরযাত্রীর মাইক্রোবাস খালে, নিহতদের ৭ জন একই পরিবারের Jun 22, 2024
img
প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের বিশ্বরেকর্ড Jun 22, 2024
img
বাংলাদেশকে ৯০ বিলিয়ন ডলার ঋণ দিল বিশ্বব্যাংক Jun 22, 2024
img
ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Jun 22, 2024
img
তিস্তার পানিবণ্টন নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি Jun 22, 2024
img
রাজনীতিবিদরা চাঁদা তুলে পরিবার চালাবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের Jun 22, 2024
img
বাংলাদেশ-ভারতের ১০ সমঝোতা স্মারক ও চুক্তি সই Jun 22, 2024
img
বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত: মোদি Jun 22, 2024
img
ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী-বিশ্বস্ত বন্ধু: প্রধানমন্ত্রী Jun 22, 2024
img
বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, নিহত ৯ Jun 22, 2024