জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত। নামাজ শেষে বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য দোয়া করা হয়।
এর আগে সোমবার সকাল ৭টায় শুরু হওয়া প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
এদিকে জাতীয় ঈদগাহ মাঠেও সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
এছাড়াও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ নানান শ্রেণিপেশার ও বয়সের মুসল্লিরা।
নামাজ শেষে খুতবা পাঠের পর দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন। এ সময় সেখানে দীর্ঘ সারি দেখা যায়।
প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতি দেখা গেছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এখানে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।