টিকটকের ব্যাখ্যায় সন্তুষ্ট, দুঃখ প্রকাশ করেছে মেটা : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত কন্টেন্টের বিষয়ে টিকটক যে ব্যাখ্যা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। আর এসব বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছে মেটা।

আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব ও টিকটকের সঙ্গে বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পলক বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘টিকটক’ তাদের ব্যাখ্যা দিয়েছে। একইসঙ্গে গুজব ও অপপ্রচার রোধে ফ্যাক্ট চেকিংসহ অন্যান্য সব বিষয়ে সচেতনতা অবলম্বন করে কন্টেন্ট অ্যাপ্রুভের বিষয়ে এরইমধ্যে তারা কাজ শুরু করেছে। বিটিআরসির পক্ষ থেকে আমরা তাদের ব্যাখ্যায় সন্তুষ্টি প্রকাশ করেছি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীর গুজব ও অপপ্রচারের ফলে একটি অনাকাঙ্ক্ষিত ও সহিংস অবস্থার সৃষ্টি হয়েছিল। যার ফলে আমাদের তরুণ শিক্ষার্থী ও নিরীহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশের সম্পদ নষ্ট হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তথ্য-উপাত্তসহ গুজব ও অপপ্রচার এবং প্ল্যাটফর্মগুলোর নিজস্ব প্রাইভেসি কমিউনিটি গাইডলাইনসহ আমরা তাদের প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করেছি।

বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রাইভেসি ও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এবং একইসঙ্গে আমাদের দেশের সাংবিধানিক আইন, সমাজ ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক এমন অনেক কনটেন্ট ফেসবুকসহ মেটার অন্যান্য প্ল্যাটফর্মে প্রতিনিয়ত পোস্ট ও বুস্ট করা হচ্ছে। এরইমধ্যে আমরা এই বিষয়ে মেটার বিরুদ্ধে অভিযোগ করেছি। আমাদের অভিযোগের অনুকূলে তারা তাদের ব্যাখ্যা তুলে ধরেছে।

তিনি আরও বলেন, মেটার প্রাইভেসি স্ট্যান্ডার্ডবিরোধী, আমাদের আইন পরিপন্থি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নষ্ট করে ও বুলিং করে এই ধরনের কনটেন্টগুলো মেটা কেন টেকডাউন করেনি সেটি জানতে চেয়েছি। নিরপেক্ষ ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাই ব্যতীত কোনো বিষয়ে গুজব ও অপপ্রচারের অন্তর্ভুক্ত কনটেন্ট মেটা কেন অনুমোদন করে?’- এই বিষয়গুলো সম্পর্কে আমরা মেটার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কেন তাদের একই কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনে চলা হয় না সেটা জানতে চেয়েছি। মেটার পক্ষ থেকে তারা অঙ্গীকার করেছে আগামী দিনে আরও দায়িত্বশীল হবে এবং এই বিষয়গুলোতে তারা বিটিআরসিকে আরও সহযোগিতা করবে।

একই সঙ্গে গুজব ও অপপ্রচার রোধে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছিল, আজ বিকেল থেকে প্ল্যাটফর্মগুলো উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে : গোলাম মাওলা রনি Sep 29, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

শেষ মুহূর্তের ২ গোলে আর্সেনালের রোমাঞ্চকর জয় Sep 29, 2025
হজের তিন প্যাকেজ ঘোষণা : সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার Sep 29, 2025
পোর্টল্যান্ডে ট্রাম্পের সেনা পাঠানোর নির্দেশ, ‘পূর্ণ শক্তি’ ব্যবহারের অনুমতি Sep 29, 2025
পরিবারসহ হুমকির শিকার, মুখ খুললেন অভিনেতা! Sep 29, 2025
‘দাবাং’ পরিচালকের অভিযোগের জবাব দিলেন সালমান খান! Sep 29, 2025
img
নিজের পুরো ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দেওয়ার ঘোষণা সূর্যকুমারের Sep 29, 2025
img
মাগুরায় নবগঙ্গা নদীতে পড়ে শিক্ষার্থী নিখোঁজ Sep 29, 2025
img
সোসিয়েদাদকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সা Sep 29, 2025
img
জেনেভা ক্যাম্পে অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ২১ Sep 29, 2025
img
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার Sep 29, 2025
img

চান্দিনায় কর্নেল অলি

আমরা ভারতের বিরুদ্ধে নই, ভারতের বর্তমান সরকারের বিরুদ্ধে Sep 29, 2025
img
'চাইনিজ মুভমেন্ট' বিশেষ ধরনের ব্যায়াম শেখালেন মালাইকা Sep 29, 2025
img
রাখাইনে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার এখনই সময় : খলিলুর Sep 29, 2025
img
ক্রিকেট মাঠ থেকে সীমান্ত -ভারত জয়ী, পাকিস্তানকে খোঁচা মোদির Sep 29, 2025
img
মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারত Sep 29, 2025
img
আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে পিসিবি Sep 29, 2025
img
৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, নভেম্বরে লিখিত পরীক্ষা Sep 29, 2025
img
সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার Sep 29, 2025
img
লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, সামাজিক মাধ্যমে ছড়াল মৃত্যুর গুজব Sep 29, 2025