মিছিল নিয়ে শহীদ মিনারে পৌঁছে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা, মিছিল করছেন তারা।
শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখার সময় আশপাশের কয়েকটি গণমিছিলও শহীদ মিনারে এসে জড়ো হচ্ছে।
দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা শহীদ মিনারে আসতে শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করেন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দিয়েছেন। তারা শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন নেমে পড়ুন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’-এ রকম নানা স্লোগান দেন।
এ সময় শহীদ মিনারে আসা আন্দোলনকারীদের হাতে ‘গণহত্যার দায়ে খুনিদের বিচার করা হবে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
শহীদ মিনারে আসা যাত্রাবাড়ীর একটি কলেজের শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিলেও সরকার কয়েক দিন পর আবার দমন নিপীড়ন শুরু করবে। তাদের একটার পর একটা ভুল সিদ্ধান্তের কারণে এতগুলো মানুষের প্রাণ গেল। তারা ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন।’