ছাত্র-জনতার প্রস্তাবেই অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলায় পুনর্গঠিত প্রশাসন: নাহিদ ইসলাম

ছাত্র-জনতার প্রস্তাবের ভিত্তিতেই গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান হবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবিত সরকারের অন্যান্য উপদেষ্টা বা অংশীজনদের নাম চূড়ান্ত হলেই পূর্ণাঙ্গ সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম। এছাড়া প্রশাসন পুনর্গঠিত হয়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আসবে। সে পর্যন্ত সবাইকে সতেচন এবং সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল, ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুখ্য সমন্বয়ক জানান, বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে।

ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বঙ্গভবনে ফলপ্রসু আলোচনা হয়েছে। ছাত্র-জনতার পক্ষ থেকে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকার গঠনের নিশ্চয়তা বঙ্গভবন থেকে আমরা পেয়েছি। সরকার হিসেবে প্রধান ইউনূসকে আমরা প্রস্তাব করেছিলাম সেটা সিদ্ধান্ত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক যে তালিকা দিয়েছি তাতে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধি আছে। নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটা চূড়ান্ত হবে।’

নাহিদ বলেন, ‘সেনাপ্রধান থেকে শুরু করে সবাই ছাত্রদের সম্মান জানিয়েছে। জনতাকে আহ্বান করবো— অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দ্রুত ঘোষণা করা হবে, জনগন যেন সেই আস্থা রাখে। আমাদেরকে রাষ্ট্রীয় সম্পদ এবং সংখ্যালঘুদের রক্ষা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করে দায়িত্বে নিয়োজিত করা হবে। তার আগ পর্যন্ত আমাদের সচেতন থাকতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা যে প্রতিশ্রুতি; একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করেবো।’

মঙ্গলবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৈঠক করেন।

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কয়েক দফা বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় আলোচনা শেষ হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক- মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবুবকর মজুমদার, নুসরাত তাবাসসুম, খান তালাত মাহমুদ রাফি, আরিফ সোহেল, মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী, মাহফুজ আলম, নাজিফা জান্নাত, আবু সাদিক, ইভান তাহসির অংশ নেন।

Share this news on:

সর্বশেষ

img
হাল্যান্ডের জোড়া গোলে বার্নলিকে উড়িয়ে দিলো ম্যানসিটি Sep 28, 2025
বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন পাপন, কফিনে রেখে এলেন নিজের টুপি Sep 28, 2025
img
মাহমুদউল্লাহ ঝড়ো ইনিংস ছাপিয়ে চট্টগ্রামকে জেতালেন দিপু-জয় Sep 28, 2025
img
ভারতের বিপক্ষে আগ্রাসী হলেও হারিসদের থামাবেন না সালমান Sep 28, 2025
img
বেনাপোল দিয়ে ১০ দিনে ভারতে গেল ৯৯ টনের বেশি ইলিশ Sep 28, 2025
কে জিতবে ফাইনাল? ভারত নাকি পাকিস্তান! Sep 28, 2025
img
প্রাণহানিতে আমি অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর : থালাপতি বিজয় Sep 28, 2025
img
নির্বাচন পর্যবেক্ষকের প্রাথমিক তালিকায় ৭৩ সংস্থা Sep 28, 2025
img
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ Sep 28, 2025
img
জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাকে বাথরুমে লাঞ্ছিতের অভিযোগ Sep 28, 2025
img
চলতি বছরেই হতে পারে ট্রাম্প-কিম বৈঠক Sep 28, 2025
img
সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনা নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছালেন Sep 28, 2025
img
বিমানবন্দরে আটকে দেওয়ার কারণ আজ জানাবেন সোহেল তাজ Sep 28, 2025
img
এশিয়ার দুই দেশের ওপর বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Sep 28, 2025
img
মাধবপুরে বিজিবির অভিযানে ৩১ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও ট্রাক জব্দ Sep 28, 2025
img
বান্দরবানে ময়লা ফেলে আবার নিজেরাই পরিষ্কার করলেন জেলা প্রশাসনের কর্তারা Sep 28, 2025
img
থালাপাতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৬, নেপথ্যে কী? Sep 28, 2025
img
নতুন করে তথ্য কমিশন গঠন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ টিআইবির Sep 28, 2025
img
‘আমরা এভাবেই থাকি’, কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা দিলেন নওশাবা Sep 28, 2025
img
রাষ্ট্রে ইসলাম না থাকায় সবাই সমান অধিকার ভোগ করতে পারে নাই: মিয়া গোলাম পরওয়ার Sep 28, 2025