শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ সেপ্টেম্বরের মধ্যে জমার নির্দেশ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকি আল ফারাবী আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মামলার প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হত্যা মামলাটি দায়ের করেন মোহাম্মদপুরের বাসিন্দা এস এম আমির হামজা শাতিল। সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিককে হত্যার বিচার চেয়ে তিনি মামলাটি করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি (ডিএমপি) প্রধান হারুন অর রশীদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মো. বিপ্লব কুমার সরকার।

কোটা সংস্কার ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া এটিই প্রথম মামলা। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

মামলার বাদী বলেন, নিহত সায়েদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এ জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করেছেন।

অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।

এ মামলার শুনানির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

Share this news on:

সর্বশেষ

img
৩ দিনের রিমান্ডে বিএসবির খায়রুল বাশার Aug 06, 2025
img
সরকারি অনুদান নিয়ে ৫০ স্কুলকে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা Aug 06, 2025
img
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ‘দেশ’ সিনেমার ঘোষণা দিলেন নিরব Aug 06, 2025
img
প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষায় যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা ও সমাবেশ নিষিদ্ধ Aug 06, 2025
img
বিকিনিতে ছবি পোস্ট করে সমালোচনার মুখে তন্বী লাহা রায় Aug 06, 2025
img
কোরিওগ্রাফার থেকে এখন নাটকে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন অ্যাডলফ খান Aug 06, 2025
img
সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত Aug 06, 2025
নির্বাচনের তারিখ ঘোষণা, তবে তার আগে সরকারের কাঁধে পাহাড়সমান দায়িত্ব! Aug 06, 2025
কয়জন এমপি মন্ত্রীর ছেলে মারা গেছে প্রশ্ন নুরুল হক নুরের Aug 06, 2025
গাজা দখলে নেতানিয়াহুকে বাধা দিবেন না ট্রাম্প Aug 06, 2025
img
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি ক্যামেরা : স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 06, 2025
কারা এই ৩ মাফিয়া যারা নিয়ন্ত্রণ করছে বিশ্ব অর্থনীতি? Aug 06, 2025
সেন্সরশিপ নিয়ে দ্বন্দ্বে মোদি ও এলন মাস্ক Aug 06, 2025
অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ান এবার শাস্তির মুখে! Aug 06, 2025
img
দ্বন্দ্বের পর জিতু-দিতিপ্রিয়াকে কী দেখা যাবে এক মঞ্চে! Aug 06, 2025
img
রাজধানীতে তীব্র যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী Aug 06, 2025
img
‘ইউএলপি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ Aug 06, 2025
img
জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : তারেক রহমান Aug 06, 2025
img
পার্ক করা গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার Aug 06, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ৪২৮ Aug 06, 2025