ছাত্র-জনতার আন্দোলন: জাতিসংঘের তথ্যানুসন্ধান দল আসছে আজ

ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হতাহতের ঘটনা তদন্তে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল। তারা প্রাথমিকভাবে তথ্যানুসন্ধানের কাজ করবে।
 
বুধবার (২১ আগস্ট) বিকেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তার দপ্তরে সাংবাদিকদের বলেন, জাতিসংঘের কারিগরি দলটির প্রাথমিকভাবে ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে। তারা চাইলে এ সফর আরও দীর্ঘায়িতও হতে পারে। যে তদন্ত শুরু হতে যাচ্ছে, তাতে কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়, তা নিয়ে আলোচনা হবে।

জেনেভা থেকে জানা গেছে, জাতিসংঘ যখন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে তদন্ত করতে যাচ্ছে, তখন কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদের আলোচনায় তোলার জন্য চাপ দিচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের তদন্তকে সম্মান জানিয়ে এই সময় মানবাধিকার পরিষদে আলোচনা তোলা সমীচীন নয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর গত সপ্তাহে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘অপ্রয়োজনীয়’ এবং ‘মাত্রাতিরিক্ত’ বলপ্রয়োগ করেছে।

জাতিসংঘের দলটি, যার নেতৃত্ব দেবেন রোরি মুঙ্গোভেন, ঢাকায় এসে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবে। তারা কাজের ধারা, প্রক্রিয়া এবং শর্ত চূড়ান্ত করবে। তবে এটি নিশ্চিত নয় যে, এই দলই মূল তথ্যানুসন্ধানী দল।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগে জানিয়েছিলেন, আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। সরকারের চাওয়া একটা নিরপেক্ষ তদন্ত হবে। এ সরকারের অবস্থান খুবই পরিষ্কার ও স্বচ্ছ। যারা এ অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং এ কাজে জাতিসংঘ সহায়তা করুক, এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানিয়েছেন, জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল এসে প্রাথমিক তদন্তের কাজ করবে। তাদের ম্যান্ডেট (রাজনীতি) কী হবে, কীভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবেন, এ বিষয়ে আরও আলোচনা হবে। প্রতিনিধিদল প্রাথমিক তদন্তের কাজের পাশাপাশি তাদের টার্মস অব রেফারেন্স (কাজের পরিধি), কাজের সময় সীমাসহ নানা বিষয়ে আলোচনা করে তা চূড়ান্ত করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৬৩০ জনেরও বেশি ছাত্র-জনতা মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এসব লোক নিহত হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ।

Share this news on:

সর্বশেষ

img
এমন বিষণ্ণ বিকেল এখানে কখনো দেখিনি : উপ-প্রেস সচিব Jul 22, 2025
img
আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি, এ শোক সইবার শক্তি পাই কোথায়? : সাবিলা নূর Jul 22, 2025
img
মাইলেস্টোন দুর্ঘটনায় নিহতদের শিরোপা উৎসর্গ বাংলাদেশের Jul 22, 2025
img
আজ থেকে শুরু ৪৯তম বিশেষ বিসিএসের আবেদন Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় আহতদের বেসরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার নির্দেশ Jul 22, 2025
img
রাজনৈতিক বিবেচনায় সারের ডিলারশিপ দেওয়া হবে না : কৃষি উপদেষ্টা Jul 22, 2025
img
বিএনপির নামে বালু লুট, চাঁদাবাজি করতে দেওয়া হবে না : শহিদুল ইসলাম বাবুল Jul 22, 2025
img
‘কিছু লোক হাসপাতালে গিয়ে লাইভ-ভিডিও করে ভিউ কামাচ্ছে’ Jul 22, 2025
img
কে ভেবেছিল, মা’কে দেওয়া সেটাই হবে শেষ বিদায়? কে জানতো, ওটাই হবে শেষ স্কুলে পৌঁছে দেওয়া? : সাফা কবির Jul 22, 2025
img
৬ দফা দাবিতে মধ্যরাতে উত্তাল মাইলস্টোন কলেজ Jul 22, 2025
img
আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ইশরাক হোসেন Jul 22, 2025
img
এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত এলো রাত ৩টায় Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় চলে গেল আরও ৪ শিক্ষার্থী, মৃতের সংখ্যা বেড়ে ২৭ Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় সাতজনকে চেনা যাচ্ছে না, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩ Jul 22, 2025
'নেগেটিভ ব্লাড ডোনাররা আহতদের পাশে এসে দাঁড়ান' Jul 22, 2025
উত্তরায় বিমান বি-ধ্বস্তে নি’হ”ত ১৯, রাষ্ট্রীয় শোক | টাইমস ফ্ল্যাশ Jul 22, 2025
শুধু বিমানের ত্রুটি নয় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করলেন সাবেক শিক্ষার্থী Jul 22, 2025
img
এরা শুধু খেতে জানে, লুট করতে জানে, আর সবসময় বলির পাঁঠা বানায় সাধারণ মানুষকে : পারসা মেহজাবিন Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় রক্ত দিয়ে এগিয়ে আসার আহ্বান অপু বিশ্বাস- বুবলীর Jul 22, 2025