পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগর এলাকার মণ্ডপগুলোতে পুলিশের সর্বোচ্চ সতর্কতা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।
 
বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সভায় এ মন্তব্য করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবারের মতো এবারো ঢাকা মহানগর এলাকার মণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, প্রাক-দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। দুর্গাপূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

পূজা উদযাপন পরিষদ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মাইনুল হাসান বলেন, পূজার সময় মণ্ডপগুলোতে সার্বক্ষণিকভাবে সিসিটিভি সক্রিয় রাখতে হবে।

প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপিত হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, আমরা সেই বাংলাদেশের প্রত্যাশা করি, যেখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর এলাকার প্রতিটি মন্দিরের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবে ডিএমপি।

এ সময় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) সানা শামীনুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসানসহ পূজা উদযাপন কমিটির নেতারা।

Share this news on:

সর্বশেষ

img
সংস্কার ছাড়া নির্বাচন মানে জুলাই বিপ্লব অস্বীকার : হামিদুর রহমান আজাদ Sep 20, 2025
img
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের চাকসু যাত্রা শুরু Sep 20, 2025
img
প্রশাসনিক কারণে মোহাম্মদপুরে এসিসহ ৩ পুলিশ ক্লোজ Sep 20, 2025
img
ময়মনসিংহে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ Sep 20, 2025
img
মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নির্বাচনের বিরোধিতা করছে: সিপিবি সভাপতি Sep 19, 2025
img
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের Sep 19, 2025
img
নির্বাচন বাধাগ্রস্তের অপতৎপরতা চলছে: রুহিন হোসেন Sep 19, 2025
img
স্বৈরাচারকে বিদায় করে আমরা গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছি: মঈন খান Sep 19, 2025
img

চাকসু নির্বাচন ২০২৫

চাকসু নির্বাচনে ১১ প্যানেল ঘোষণা, আলোচনায় প্রীতিলতা হলের 'স্বতন্ত্র সম্প্রীতি প্যানেল' Sep 19, 2025
img
বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি কানাডার Sep 19, 2025
img
ধর্মকে পুঁজি করে একটি রাজনৈতিক দল প্রতারণা করছে : আমিনুল হক Sep 19, 2025
img
ভৈরবে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ Sep 19, 2025
আফ্রিদির মুখে মোদির নাম, হ্যান্ডশেক না করার পেছনে ‘রাজনৈতিক নাটক’? Sep 19, 2025
লেভেল থ্রি কোচিং শেষে যা জানালেন বিসিবি সভাপতি বুলবুল Sep 19, 2025
হাত মেলানো নয়, দূরত্বেই সমাধান! সুপার ফোরে নতুন নির্দেশ আইসিসির Sep 19, 2025
বার্সায় অভিষেকেই রাজত্ব! চ্যাম্পিয়ন্স লিগে রাশফোর্ডের দুর্দান্ত জোড়া গোল Sep 19, 2025
এশিয়া কাপে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে: বিসিবি সভাপতি বুলবুল Sep 19, 2025
img
এস্তোনিয়ায় ঢুকল রাশিয়ার তিন যুদ্ধবিমান Sep 19, 2025
img
নতুন লুকে আবারও চমকে দিলেন অভিনেত্রী পূর্ণিমা! Sep 19, 2025
ট্রাম্প-মেলানিয়াকে নিয়ে জরুরি অবতরণ, হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি Sep 19, 2025