সীমান্ত হত্যা বন্ধ-দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে: ভারতীয় হাইকমিশনে বাংলাদেশের চিঠি

কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনে একটি নোট পাঠিয়ে প্রতিবাদ জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে, সীমান্ত হত্যাকাণ্ডকে ‘শূন্য পর্যায়ে’ নামিয়ে আনার জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও বিএসএফ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করছে।

বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, অযাচিত। এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা ১৯৭৫ এর বিধান লঙ্ঘন করে।

বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সব সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা করার পাশাপাশি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়।

প্রসঙ্গত, ৭ অক্টোবর কুমিল্লা সীমান্তে কামাল হোসেনকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। ওইদিন সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। 

১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ নিয়ে যায়। 

ইফতেখার হোসেন জানান, ভারতের অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্স করে মরদেহ নিয়ে গেছে। ওই যুবকের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএস এর সঙ্গে আমাদের কথা হয়েছে।

এর আগে গত ৯ জুন কুমিল্লার বুড়িচং সীমান্তে অবৈধভাবে ভারতীয় চিনি আনতে গিয়ে নিহত হন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। পরে তার মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয়। পরে পতাকা বৈঠক শেষে বিকেলে ওই ব্যক্তির মরদেহ বিজিবি’র কাছে হস্তান্তর করেছিল বিএসএফ। ওই ঘটনার চার মাস পর আবারো কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আরও এক ব্যক্তি নিহত হন।

Share this news on:

সর্বশেষ

img
কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শমী কায়সার Aug 15, 2025
img
সুনামগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার Aug 15, 2025
img
জামায়াত ও এনসিপির চাপে বেকায়দায় পড়বে বিএনপি : মোস্তফা ফিরোজ Aug 15, 2025
img
চিকিৎসার জন্য লন্ডন যাবেন খন্দকার মোশাররফ Aug 15, 2025
img
সাময়িক বরখাস্ত হলেন এএসপি আরিফুজ্জামান Aug 15, 2025
img
নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল নরওয়ে Aug 15, 2025
আ.লীগ সন্দেহে বিএনপি নেতাকর্মীদের হাতে আটক আরও একজন! Aug 15, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 15, 2025
পুতিনের কূটকৌশল মোকাবিলায় জেলেনস্কির সতর্কবার্তা! Aug 15, 2025
বরিশালে শিক্ষার্থীদের ওপর স্টাফদের হামলার অভিযোগ Aug 15, 2025
ইতিহাস গড়ছে তুরস্কের মেগা করিডোর! Aug 15, 2025
লাইসেন্স প্রিন্ট বন্ধ, শুধু ডিজিটাল হবে! Aug 15, 2025
ভোর রাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান উপদেষ্টা আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে Aug 15, 2025
লায়লার করা মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন যা বলছেন লায়লার আইনজীবী | Aug 15, 2025
মুস্তাফিজ যাচ্ছেন আমিরাতে, সাকিব লড়বেন সিপিএলে নতুন দলের হয়ে Aug 15, 2025
img
সিপিএলে সাকিবের ম্যাচ কখন, জেনে নিন সময়সূচি Aug 15, 2025
img
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদের হিসাব তলব করেছে দুদক Aug 15, 2025
img
প্রেক্ষাগৃহে ঝড় তুললো ‘ধূমকেতু’, ভক্তদের বিশেষ বার্তা দিলেন দেব! Aug 15, 2025
img
বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, সিএনএকে প্রধান উপদেষ্টা Aug 15, 2025
img
যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : প্রধান উপদেষ্টা Aug 15, 2025